NMMS পরীক্ষার নমুনা প্রশ্নপত্র (সেট – ৩)
ক্লাস ৮ (আসাম)
পূর্ণমান: ৯০
সময়: ৯০ মিনিট
১: মানসিক ক্ষমতার অভীক্ষা (MAT – Mental Ability Test)
নির্দেশ: প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নাও।
১. নিচের সিরিজে পরবর্তী সংখ্যাটি কী হবে?
৫, ৮, ১৪, ২৬, ৫০, ?
(ক) ৯৮
(খ) ৯৬
(গ) ৯০
(ঘ) ৮৮
২. যদি সাংকেতিক ভাষায় BOARD কে APZSC লেখা হয়, তবে CRIME কে কীভাবে লেখা হবে?
(ক) BQHLD
(খ) BQJLF
(গ) DSHNF
(ঘ) BQILD
৩. কোনটি অন্যদের থেকে আলাদা?
(ক) ব্রহ্মপুত্র
(খ) বরাক
(গ) দিসপুর
(ঘ) মানস
৪. প্রশ্নবোধক স্থানে সঠিক শব্দটি বসাও:
ছুতোর : করাত :: ভাস্কর : ?
(ক) তুলি
(খ) হাতুড়ি
(গ) বাটালি
(ঘ) কলম
৫. নীচের কোন ভেন চিত্রটি “ছাত্র”, “খেলোয়াড়” এবং “গায়ক” এর মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে?
(ক) তিনটি আলাদা বৃত্ত
(খ) একটি বৃত্তের ভিতরে দুটি বৃত্ত
(গ) তিনটি পরস্পরছেদী বৃত্ত
(ঘ) একটি বৃত্তের ভিতরে আরেকটি বৃত্ত এবং তার ভিতরে আরেকটি বৃত্ত
২: বৌদ্ধিক ক্ষমতার অভীক্ষা (SAT – Scholastic Aptitude Test)
নির্দেশ: প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নাও।
বিজ্ঞান (Science)
৬. আলোর প্রতিফলনের ক্ষেত্রে, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কী?
(ক) আপতন কোণ > প্রতিফলন কোণ
(খ) আপতন কোণ < প্রতিফলন কোণ
(গ) আপতন কোণ = প্রতিফলন কোণ
(ঘ) কোনো সম্পর্ক নেই
৭. অ্যাসিড নীল লিটমাস পেপারের রঙ পরিবর্তন করে কী করে?
(ক) লাল
(খ) সবুজ
(গ) হলুদ
(ঘ) রঙहीन
৮. উদ্ভিদের কোন অংশ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে?
(ক) কাণ্ড
(খ) পাতা
(গ) মূল
(ঘ) ফুল
৯. ঘর্ষণ বল আমাদের কী করতে সাহায্য করে?
(ক) দ্রুত দৌড়াতে
(খ) হাঁটতে
(গ) সাঁতার কাটতে
(ঘ) উড়তে
১০. গলগণ্ড (Goitre) রোগ কোন খনিজ পদার্থের অভাবে হয়?
(ক) লোহা
(খ) ক্যালসিয়াম
(গ) আয়োডিন
(ঘ) ফসফরাস
সমাজ বিজ্ঞান (Social Science)
১১. শরাইঘাটৰ যুদ্ধ কাৰ কাৰ মাজত হৈছিল? (শরাইঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?)
(ক) আহোম আৰু মোগল (আহোম এবং মোগল)
(খ) আহোম আৰু ইংৰাজ (আহোম এবং ইংরেজ)
(গ) মোগল আৰু ইংৰাজ (মোগল এবং ইংরেজ)
(ঘ) আহোম আৰু কোচ (আহোম এবং কোচ)
১২. ভারতের কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম?
(ক) মহারাষ্ট্র
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তামিলনাড়ু
(ঘ) গুজরাট
১৩. ভারতের রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান?
(ক) উপরাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) লোকসভার অধ্যক্ষ
(ঘ) ভারতের প্রধান বিচারপতি
১৪. “ভারত ছাড়ো” আন্দোলন কত সালে শুরু হয়েছিল?
(ক) ১৯৩০
(খ) ১৯৪২
(গ) ১৯৪৫
(ঘ) ১৯২০
১৫. “পৃথিবীর ছাদ” নামে কোন মালভূমি পরিচিত?
(ক) দাক্ষিণাত্য মালভূমি
(খ) তিব্বত মালভূমি
(গ) পামির মালভূমি
(ঘ) ছোটনাগপুর মালভূমি
গণিত (Mathematics)
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সেমি এবং প্রস্থ ৫ সেমি হলে, তার ক্ষেত্রফল কত?
(ক) ১৩ বর্গ সেমি
(খ) ২৬ বর্গ সেমি
(গ) ৪০ বর্গ সেমি
(ঘ) ৪৫ বর্গ সেমি
১৭. ২০০ এর ২৫% কত?
(ক) ২৫
(খ) ৫০
(গ) ৭৫
(ঘ) ৪০
১৮. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
(ক) ০
(খ) ১
(গ) ২
(ঘ) ৩
১৯. একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি হলে, তার আয়তন কত হবে?
(ক) ১৬ ঘন সেমি
(খ) ৩২ ঘন সেমি
(গ) ৬৪ ঘন সেমি
(ঘ) ২৪ ঘন সেমি
২০. যদি x/4 + 2 = 5 হয়, তবে x এর মান কত?
(ক) ৮
(খ) ১২
(গ) ১৬
(ঘ) ২০
উত্তরমালা (Answer Key)
১. (ক) ৯৮ (প্যাটার্ন: ×২ – ২)
২. (a) BQHLD (প্যাটার্ন: -১, +১, -১, +১, -১)
৩. (গ) দিসপুর (এটি একটি শহর/রাজধানী, বাকিগুলো নদী)
৪. (গ) বাটালি
৫. (গ) তিনটি পরস্পরছেদী বৃত্ত (কারণ একজন ব্যক্তি তিনটি বৈশিষ্ট্যই ধারণ করতে পারে)
৬. (গ) আপতন কোণ = প্রতিফলন কোণ
৭. (ক) লাল
৮. (গ) মূল
৯. (খ) হাঁটতে
১০. (গ) আয়োডিন
১১. (ক) আহোম এবং মোগল
১২. (ঘ) গুজরাট
১৩. (ঘ) ভারতের প্রধান বিচারপতি
১৪. (খ) ১৯৪২
১৫. (গ) পামির মালভূমি
১৬. (গ) ৪০ বর্গ সেমি (ক্ষেত্রফল = ৮ × ৫)
১৭. (খ) ৫০ (২০০ × ২৫/১০০)
১৮. (গ) ২
১৯. (গ) ৬৪ ঘন সেমি (আয়তন = ৪³)
২০. (খ) ১২ (x/4 = 5 – 2 => x/4 = 3 => x = 12)
