NMMS পরীক্ষার জন্য বাংলা অনুশীলন প্রশ্ন (২০২৩-২৪ এর প্রশ্নপত্রের উপর ভিত্তি করে)
বিভাগ ১: মানসিক যোগ্যতা পরীক্ষা (Mental Ability Test – MAT)

NMMS পরীক্ষার জন্য বাংলা অনুশীলন প্রশ্ন (২০২৩-২৪ এর প্রশ্নপত্রের উপর ভিত্তি করে)
বিভাগ ১: মানসিক যোগ্যতা পরীক্ষা (Mental Ability Test – MAT)
প্রকার ১: সংখ্যা শ্রেণী (Number Series)
১. ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ?
(A) ৪২
(B) ৪৭
(C) ৪৯
(D) ৫২
২. ২, ৩, ৫, ৭, ১১, ?
(A) ১২
(B) ১৩
(C) ১৪
(D) ১৫
৩. ৮০, ৭৫, ৬৯, ৬২, ৫৪, ?
(A) ৪২
(B) ৪৪
(C) ৪৫
(D) ৪৮
৪. ৫, ১০, ২০, ৪০, ?
(A) ৭০
(B) ৭৫
(C) ৮০
(D) ৮৫
৫. ১, ৮, ২৭, ৬৪, ১২৫, ?
(A) ১৮০
(B) ২১০
(C) ২১৬
(D) ২২০
৬. ১০, ১০০, ১০০০, ?
(A) ১০১০
(B) ১০,০০০
(C) ১০০০০
(D) ১০১০০
৭. ১৩, ১৭, ২১, ২৫, ?
(A) ২৯
(B) ৩০
(C) ৩১
(D) ৩২
৮. ১, ১, ২, ৩, ৫, ৮, ? (ফিবোনাচ্চি শ্রেণী)
(A) ১০
(B) ১১
(C) ১২
(D) ১৩
৯. ১০০, ৯৯, ৯৭, ৯৪, ৯০, ?
(A) ৮৬
(B) ৮৫
(C) ৮৪
(D) ৮৮
১০. ১, ৪, ৯, ১৬, ? , ৩৬
(A) ২০
(B) ২৫
(C) ২৭
(D) ৩৩
প্রকার ২: বর্ণমালা শ্রেণী এবং সাংকেতিকরণ (Alphabet Series and Coding)
১. A, C, E, G, I, ?
(A) J
(B) K
(C) L
(D) M
২. Z, X, V, T, R, ?
(A) P
(B) Q
(C) S
(D) O
৩. AZ, BY, CX, DW, ?
(A) EV
(B) ET
(C) DU
(D) FV
৪. যদি CAT-কে সাংকেতিক ভাষায় ৩১৪২০ লেখা হয়, তবে DOG-কে কী লেখা হবে? (বর্ণমালার অবস্থান A=1, B=2…)
(A) ৪১৫৭
(B) ৪১৫৮
(C) ৪১৬৭
(D) ৪২০৭
৫. যদি TEACHER-কে VGCJGTU লেখা হয়, তবে STUDENT-কে কী লেখা হবে?
(A) UVWFGPV
(B) UVW FGPU
(C) UWV FGUW
(D) UVWEGPV
৬. G, J, M, P, S, ?
(A) U
(B) V
(C) T
(D) W
৭. EAT: TEA :: READ: ?
(A) RDEA
(B) DAER
(C) DEAR
(D) ARDE
৮. ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে (Z থেকে) ১৫তম অক্ষর কোনটি?
(A) L
(B) K
(C) M
(D) N
৯. ABC, DEF, GHI, JKL, ?
(A) NMO
(B) MON
(C) MNO
(D) NOM
১০. যদি WATER-কে ১৫১২০৫১৮ লেখা হয় (বর্ণমালার অবস্থান W=23, A=1, T=20, E=5, R=18, কিন্তু প্রশ্ন অনুযায়ী সংখ্যাগুলি ভিন্ন), তবে FIRE কী হবে? (বর্ণমালার অবস্থান অনুযায়ী)
(A) ৬৯১৮৫
(B) ৬৯৯১৮
(C) ৬৯৯৯
(D) ৬৯৯৯১
প্রকার ৩: সাদৃশ্য/এনালজি (Analogy)
১. কলকাতা: পশ্চিমবঙ্গ :: চেন্নাই: ?
(A) কেরল
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তামিলনাড়ু
২. হাত: কনুই :: পা: ?
(A) গোড়ালি
(B) হাঁটু
(C) কোমর
(D) আঙ্গুল
৩. মাছ: জল :: পাখি: ?
(A) ঘাস
(B) ডাল
(C) আকাশ
(D) বাসা
৪. ডাক্তার: হাসপাতাল :: শিক্ষক: ?
(A) বাগান
(B) বিদ্যালয়
(C) লাইব্রেরি
(D) মাঠ
৫. 4: 16 :: 9: ?
(A) ২৫
(B) ৮১
(C) ১০
(D) ১৯
৬. গাড়ি: চাকা :: নৌকা: ?
(A) লণ্ঠন
(B) নোঙ্গর
(C) দাঁড়/হাল
(D) দড়ি
৭. অম্ল: টক :: ক্ষার: ?
(A) মিষ্টি
(B) ঝাল
(C) নোনতা
(D) তিতা/তিক্ত
৮. ভল্কানাইজেশন: রাবার :: গ্যালভানাইজেশন: ?
(A) অ্যালুমিনিয়াম
(B) তামা
(C) লোহা
(D) কাচ
৯. রামায়ণ: বাল্মীকি :: মহাভারত: ?
(A) তুলসীদাস
(B) কৃত্তিবাস
(C) বেদব্যাস
(D) কালিদাস
১০. বই: পাতা :: বাড়ি: ?
(A) ছাদ
(B) দরজা
(C) দেওয়াল
(D) ইট
প্রকার ৪: শ্রেণীবিভাগ/বিসদৃশ নির্ণয় (Classification/Odd One Out)
১. নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) ৯
(B) ২৫
(C) ৪৯
(D) ২০
২. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) মঙ্গল
(B) পৃথিবী
(C) চাঁদ
(D) বৃহস্পতি
৩. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) গম
(B) চাল
(C) ভুট্টা
(D) সরষে
৪. পরিমাপের এককগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) লিটার
(B) কিলোমিটার
(C) হেক্টর
(D) বর্গমিটার
৫. নিম্নলিখিত বাদ্যযন্ত্রগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) বেহালা
(B) গিটার
(C) বাঁশি
(D) সেতার
৬. নিম্নলিখিত অঙ্গগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) চোখ
(B) কান
(C) নাক
(D) দাঁত
৭. নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) \frac{1}{2}
(B) \frac{1}{4}
(C) \frac{1}{8}
(D) \frac{2}{3}
৮. নিম্নলিখিত মাসগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) জানুয়ারি
(B) ফেব্রুয়ারি
(C) মার্চ
(D) মে
৯. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিসদৃশ?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) কৃষ্ণা
(D) হিমালয়
১০. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
(A) ৯৯
(B) ৬৬
(C) ৩৩
(D) ১২
প্রকার ৫: অ-মৌখিক যুক্তি (Figure Counting)
১. নিম্নলিখিত চিত্রে  মোট কতগুলি ত্রিভুজ আছে?
(A) ৬
(B) ৮
(C) ১০
(D) ১২
২. একটি ৩ \times ৩ বর্গক্ষেত্রের গ্রিডে মোট কতগুলি বর্গক্ষেত্র আছে?
(A) ৯
(B) ১২
(C) ১৪
(D) ১৬
৩. একটি ১ \times ২ গ্রিডে (পাশাপাশি দুটি বর্গক্ষেত্র) মোট কতগুলি আয়তক্ষেত্র আছে?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
৪. নিম্নলিখিত চিত্রে  কতগুলি সরলরেখা আছে?
(A) ২
(B) ৪
(C) ৬
(D) ৮
৫. একটি ২ \times ২ বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত একটি ক্রস (X) চিহ্নে মোট কতগুলি ত্রিভুজ আছে?
(A) ৪
(B) ৬
(C) ৮
(D) ১০
৬. নমুনা প্রশ্নপত্রে দেওয়া অর্ধবৃত্তের চিত্রে (Q33) মোট কতগুলি অর্ধবৃত্ত আছে?
(A) ৪
(B) ৬
(C) ৮
(D) ১০
৭. দুটি পরস্পর ছেদী রেখা (যেমন একটি ‘X’) কয়টি কোণ তৈরি করে?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৬
৮. একটি ঘনবস্তুতে (Cube) ক’টি ধার (Edges) থাকে?
(A) ৬
(B) ৮
(C) ১০
(D) ১২
৯. একটি ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রকে একটি সাধারণ বাহু দ্বারা যুক্ত করলে মোট কতগুলি বাহু পাওয়া যায়?
(A) ৬
(B) ৭
(C) ৮
(D) ৯
১০. নিম্নলিখিত চিত্রে  কতগুলি ত্রিভুজ নেই? (বিকল্প: ১)
(A) ০
(B) ৪
(C) ৮
(D) ১২
প্রকার ৬: পরিমাণগত/গাণিতিক যুক্তি (Quantitative/Arithmetic Reasoning)
১. একটি সংখ্যার ২০\% এর ১০\% যদি ৮ হয়, তাহলে সংখ্যাটি কত?
(A) ৪০০
(B) ৬০০
(C) ৮০০
(D) ১০০০
২. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫:২ । যদি ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হয়, তবে পিতার বর্তমান বয়স কত?
(A) ৩৫ বছর
(B) ৪০ বছর
(C) ৪৫ বছর
(D) ৫০ বছর
৩. ৫ ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে কত হবে?
(A) ২৪০ মিনিট
(B) ২৭০ মিনিট
(C) ৩০০ মিনিট
(D) ৩২০ মিনিট
৪. একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড় সারিতে দাঁড়িয়ে আছে। যদি একজন খেলোয়াড় সামনে থেকে ৭ম স্থানে থাকে, তবে পিছন থেকে তার স্থান কত?
(A) ৫ম
(B) ৬ষ্ঠ
(C) ৭ম
(D) ৮ম
৫. যদি গতকাল সোমবার হয়, তবে আগামীকালের পরের দিন কী হবে?
(A) বুধবার
(B) বৃহস্পতিবার
(C) শুক্রবার
(D) শনিবার
৬. কোনো একটি নির্দিষ্ট দিনে দুপুর ১২:০০ টায় তাপমাত্রা ১০^\circ C ছিল এবং তা প্রতি ঘন্টায় ২^\circ C হারে কমছে। তাহলে সন্ধ্যা ৫:০০ টায় তাপমাত্রা কত হবে?
(A) ৬^\circ C
(B) ৪^\circ C
(C) ২^\circ C
(D) ০^\circ C
৭. ১ কোটি তে কতগুলি লক্ষ আছে?
(A) ১০
(B) ১০০
(C) ১০০০
(D) ১০০০০
৮. এক সারিতে জয় মধ্যখানে দাঁড়িয়ে আছে। সে যদি সামনে থেকে ১৫তম স্থানে থাকে, তবে ঐ সারিতে মোট কতজন আছে?
(A) ২৯
(B) ৩০
(C) ৩১
(D) ৩৩
৯. একটি কাজ ২০ জন শ্রমিক ১০ দিনে সম্পন্ন করে। কাজটি ৫ দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে?
(A) ৪০ জন
(B) ৫০ জন
(C) ৬০ জন
(D) ৮০ জন
১০. একটি বাক্সে ৫টি লাল এবং ৩টি সবুজ বল আছে। যদি দৈবক্রমে একটি বল তোলা হয়, তবে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত?
(A) \frac{1}{2}
(B) \frac{3}{8}
(C) \frac{5}{8}
(D) \frac{1}{5}
বিভাগ ২: স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (Scholastic Aptitude Test – SAT)
প্রকার ৭: গণিত (Mathematics)
১. \frac{3}{5} এর গুণাত্মক বিপরীত সংখ্যা (Multiplicative Inverse) কত?
(A) -\frac{3}{5}
(B) \frac{5}{3}
(C) 1
(D) \frac{2}{5}
২. দুটি সমান্তরাল রেখাকে একটি ছেদক ছেদ করলে অন্তঃস্থ একান্তর কোণগুলির মধ্যে সম্পর্ক কী হয়?
(A) কোণগুলি সম্পূরক
(B) কোণগুলি পূরক
(C) কোণগুলি সমান
(D) কোনো সম্পর্ক নেই
৩. একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ৭ সেমি। এর পরিধি কত? (\pi = \frac{22}{7} ধরে)
(A) ৪৪ সেমি
(B) ১২ সেমি
(C) ১৫৪ সেমি
(D) ১৫.৪ সেমি
৪. 10^5 \times 10^{-2} এর মান কত?
(A) 10^7
(B) 10^{10}
(C) 10^3
(D) 10^{-3}
৫. যদি 4x + 5 = 25 হয়, তবে x এর মান কত?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
৬. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৩০০ বর্গ সেমি এবং দৈর্ঘ্য ২০ সেমি হলে, প্রস্থ কত?
(A) ১৫ সেমি
(B) ২০ সেমি
(C) ২৫ সেমি
(D) ৩০ সেমি
৭. তথ্য: 15, 12, 18, 15, 14, 15, 13 এর মধ্যে মধ্যমা (Mode) কত?
(A) ১২
(B) ১৫
(C) ১৮
(D) ১৪
৮. কোনো সংখ্যার ৫০\% যদি ১৫০ হয়, তবে সংখ্যাটি কত?
(A) ২৫০
(B) ৩০০
(C) ৩৫০
(D) ৪০০
৯. একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ ১৪ সেমি। অর্ধবৃত্তাকার অংশের পরিধি (ব্যাস ব্যতীত) কত? (\pi = \frac{22}{7} ধরে)
(A) ২৮ সেমি
(B) ৪৪ সেমি
(C) ৫৬ সেমি
(D) ৮৮ সেমি
১০. 7^0 + 8^0 + 9^0 এর মান কত?
(A) ০
(B) ১
(C) ৩
(D) ২৪
প্রকার ৮: বিজ্ঞান (Science)
১. মানুষের দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
(A) অগ্ন্যাশয়
(B) পাকস্থলী
(C) যকৃৎ (Liver)
(D) থাইরয়েড
২. পিপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে?
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) অ্যাসিটিক অ্যাসিড
(C) ফর্মিক অ্যাসিড
(D) সাইট্রিক অ্যাসিড
৩. রক্তের কোন অংশ ফুসফুস থেকে হৃদপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে?
(A) ধমনী
(B) শিরা
(C) ফুসফুসীয় ধমনী
(D) ফুসফুসীয় শিরা
৪. একটি ফিউজ তার (fuse wire) মূলত তড়িৎ প্রবাহের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
(A) চৌম্বকীয় ফল
(B) রাসায়নিক ফল
(C) তাপীয় ফল
(D) অভিকর্ষীয় ফল
৫. কোন জ্বালানির ইগনিশন তাপমাত্রা (Ignition Temperature) সর্বনিম্ন?
(A) কাঠ
(B) কয়লা
(C) পেট্রোল
(D) গোবরের ঘুঁটে
৬. উদ্ভিদে বাষ্পমোচনে কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(A) মূলরোম
(B) কাণ্ড
(C) পত্ররন্ধ্র (Leaf pore)
(D) ফল
৭. দূষিত জল পরিশোধনের সময় প্রথম ধাপে জলকে কিসের মধ্য দিয়ে চালনা করা হয়?
(A) ক্লোরিন গ্যাস
(B) সূক্ষ্ম বালি
(C) বার স্ক্রিন
(D) আল্ট্রাভায়োলেট আলো
৮. গমের মরিচা রোগ (Black rust/smut) কোন অণুজীবের কারণে হয়?
(A) ব্যাকটেরিয়া
(B) ভাইরাস
(C) ছত্রাক
(D) প্রোটোজোয়া
৯. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয়?
(A) বৃষ্টিপাত
(B) তাপমাত্রা
(C) আর্দ্রতা (Humidity)
(D) আবহাওয়া
১০. কোন লেন্স এবং দর্পণ সর্বদা বস্তুর চেয়ে অবাস্তব, সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে?
(A) অবতল লেন্স এবং উত্তল দর্পণ
(B) উত্তল লেন্স এবং অবতল দর্পণ
(C) অবতল লেন্স এবং অবতল দর্পণ
(D) উত্তল লেন্স এবং উত্তল দর্পণ
প্রকার ৯: সমাজ বিজ্ঞান (Social Science)
১. ‘ব্ল্যাক প্যাগোডা’ নামে পরিচিত রথ মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) উড়িষ্যা (ওড়িশা)
(D) মধ্যপ্রদেশ
২. আগ্নেয় শিলার একটি উদাহরণ হল ব্যাসল্ট, তাহলে পাললিক শিলার একটি উদাহরণ কী?
(A) গ্রানাইট
(B) স্লেট
(C) বেলেপাথর (Sandstone)
(D) মার্বেল
৩. ভারতে সিভিল সার্ভিস (Civil Service) কে চালু করেছিলেন?
(A) লর্ড ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড ওয়েলেসলি
৪. পৃথিবীর ভূত্বকের ঠিক নিচের স্তরকে কী বলা হয়, যা দুটি উপবিভাগে বিভক্ত?
(A) সিয়াল (Sial)
(B) গুরুমণ্ডল (Mantle)
(C) সীমা (Sima)
(D) কেন্দ্রস্থল
৫. কোন ধরনের বনভূমিতে সেগুন, শাল, নিম জাতীয় গাছ জন্মায়?
(A) ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য
(B) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য
(C) নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য
(D) সরলবর্গীয় অরণ্য
৬. দিল্লি সুলতানি আমলে চল্লিশ জন তুর্কি অভিজাতের গোষ্ঠীকে কী বলা হত?
(A) মনসবদারি
(B) জায়গিরদারি
(C) চাহালগনি/চল্লিশচক্র
(D) সামন্ত শাহি
৭. ‘অন্ধ্রের ভোজ’ (Bhoj of Andhra) নামে কে পরিচিত?
(A) হরিহর রায়
(B) কৃষ্ণদেব রায়
(C) পুলকেশী-II
(D) দ্বিতীয় দেবরায়
৮. ভারতের প্রধান খনিজ তেলের ক্ষেত্রগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?
(A) পশ্চিমবঙ্গের রানীগঞ্জ
(B) ঝাড়খণ্ডের বোকারো
(C) আসামের ডিগবয় এবং মুম্বাই হাই
(D) কচ্ছের ধান্দ্রো
৯. কোনো ব্যক্তি ভারতের বিধানসভার সদস্য হওয়ার জন্য নিচের কোন যোগ্যতাটি সত্য নয়?
(A) তার বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে
(B) তাকে দেউলিয়া হওয়া চলবে না
(C) তিনি সরকারি প্রতিষ্ঠানে বেতনভোগী পদে থাকতে পারবেন না
(D) তাকে অপরাধী বা উন্মাদ হওয়া চলবে না
১০. বিশ্ব ভোক্তা অধিকার দিবস (World Consumer Day) কবে পালিত হয়?
(A) ১৫ মার্চ
(B) ২৩ মার্চ
(C) ২৬ অক্টোবর
(D) ২৪ ডিসেম্বর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *