NMMS পরীক্ষার অতিরিক্ত নমুনা প্রশ্নপত্র শ্রেণী: অষ্টম (আসাম) ,Set -4

NMMS পরীক্ষার অতিরিক্ত নমুনা প্রশ্নপত্র
শ্রেণী: অষ্টম (আসাম)
বিভাগ – ১: মানসিক পারদর্শিতা অভীক্ষা (MAT)
নির্দেশ (প্রশ্ন ১-৫): নিচের প্রশ্নগুলিতে একটি নির্দিষ্ট নিয়মে সাংকেতিকরণ করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী উত্তর দাও।
১. যদি একটি সাংকেতিক ভাষায় ‘WATER’ কে ‘YCVGT’ লেখা হয়, তবে ‘EARTH’ কে কী লেখা হবে?
(A) GCTVI
(B) GCTVJ
(C) GBSVI
(D) FBTUJ
২. যদি ‘ROSE’ = 18151905 হয়, তবে ‘STAR’ = ?
(A) 19200118
(B) 19201180
(C) 19210118
(D) 18200119
৩. যদি ‘Sun’ কে ‘Moon’, ‘Moon’ কে ‘Sky’, ‘Sky’ কে ‘Star’ বলা হয়, তবে পাখিরা কোথায় ওড়ে?
(A) Moon
(B) Sky
(C) Star
(D) Sun
৪. নিচের শব্দগুলিকে অর্থপূর্ণ ক্রমে সাজাও:
চারাগাছ 2. বীজ 3. ফুল 4. গাছ 5. ফল
(A) 2, 1, 4, 3, 5
(B) 1, 2, 4, 3, 5
(C) 2, 4, 1, 3, 5
(D) 5, 4, 3, 2, 1
৫. মোহন পূর্ব দিকে ১০ কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে ৫ কিমি যায়। তারপর আবার ডান দিকে ঘুরে ১০ কিমি যায়। সে শুরুর স্থান থেকে এখন কোন দিকে এবং কত দূরে আছে?
(A) ৫ কিমি উত্তর
(B) ৫ কিমি দক্ষিণ
(C) ১০ কিমি পূর্ব
(D) ৫ কিমি পশ্চিম
নির্দেশ (প্রশ্ন ৬-১০): নিচের চারটি বিকল্পের মধ্যে কোনটি আলাদা বা বেমানান, তা খুঁজে বের করো।
৬. (A) বর্গক্ষেত্র (B) আয়তক্ষেত্র (C) ত্রিভুজ (D) ঘনক
৭. (A) জানুয়ারি (B) ফেব্রুয়ারি (C) জুন (D) এপ্রিল
৮. (A) গুয়াহাটি (B) ডিব্রুগড় (C) শিলচর (D) কলকাতা
৯. (A) লোহিত রক্তকণিকা (B) শ্বেত রক্তকণিকা (C) অণুচক্রিকা (D) হরমোন
১০. (A) পিয়ানো (B) গিটার (C) হারমোনিয়াম (D) তবলা
বিভাগ – ২: শিক্ষাগত পারদর্শিতা অভীক্ষা (SAT)
বিজ্ঞান
১১. চাপ প্রয়োগের ফলে বস্তুর কী পরিবর্তন হতে পারে?
(A) আকার
(B) আকৃতি
(C) গতি
(D) উপরের সবকটি
১২. কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস?
(A) পেট্রোল
(B) কয়লা
(C) সৌরশক্তি
(D) ডিজেল
১৩. কোষের ‘শক্তিঘর’ (Power House) কাকে বলা হয়?
(A) নিউক্লিয়াস
(B) রাইবোসোম
(C) মাইটোকন্ড্রিয়া
(D) সাইটোপ্লাজম
১৪. অ্যাসিড নীল লিটমাসকে কোন রঙে পরিবর্তন করে?
(A) লাল
(B) সবুজ
(C) হলুদ
(D) কোনো পরিবর্তন হয় না
১৫. ইয়ান্ডাবু সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1824
(B) 1826
(C) 1830
(D) 1857
সমাজ বিজ্ঞান
১৬. ‘শ্রীমন্ত শঙ্করদেব’ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
(A) সুফি আন্দোলন
(B) ভক্তি আন্দোলন
(C) আর্য সমাজ
(D) ব্রাহ্ম সমাজ
১৭. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
(A) ব্রহ্মপুত্র
(B) গঙ্গা
(C) গোদাবরী
(D) যমুনা
১৮. মৌলিক অধিকার (Fundamental Rights) সংবিধানের কোন অংশে রয়েছে?
(A) প্রথম অংশ
(B) দ্বিতীয় অংশ
(C) তৃতীয় অংশ
(D) চতুর্থ অংশ
১৯. মানাস জাতীয় উদ্যান আসামের কোন জেলায় অবস্থিত?
(A) যোরহাট
(B) শিবসাগর
(C) চিরাং ও বাক্সা
(D) ডিব্রুগড়
২০. ‘ভারত ছাড়ো’ আন্দোলন কবে শুরু হয়েছিল?
(A) 1920
(B) 1930
(C) 1942
(D) 1947
গণিত
২১. একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে, তার পরিধি কত? (π = 22/7)
(A) 22 সেমি
(B) 44 সেমি
(C) 154 সেমি
(D) 49 সেমি
২২. 2⁵ ÷ 2³ = ?
(A) 2²
(B) 2⁸
(C) 2¹⁵
(D) 2
২৩. যদি একটি জিনিসের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা হয়, তবে লাভের শতকরা হার কত?
(A) 10%
(B) 15%
(C) 20%
(D) 25%
২৪. a² – b² = ?
(A) (a+b)²
(B) (a-b)²
(C) (a+b)(a-b)
(D) 2ab
২৫. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে কী বলে?
(A) ট্রাপিজিয়াম
(B) সামান্তরিক
(C) কাইট
(D) রম্বস

প্রশ্ন নং উত্তর   প্রশ্ন নং উত্তর
১ B   ১৪ A
২ A   ১৫ B
৩ C   ১৬ B
৪ A   ১৭ B
৫ B   ১৮ C
৬ D   ১৯ C
৭ A   ২০ C
৮ D   ২১ B
৯ D   ২২ A
১০ D   ২৩ C
১১ D   ২৪ C
১২ C   ২৫ B
১৩ C     

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *