
এখানে পাঠ – ১ আমাদের পরিবেশ, Class 5, Environment Chapter 1, SEBA, Bengali Medium
Next Chapter
১। উত্তর লেখো-
(ক) পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম কী কী?
উত্তর- পরিবেশের জৈবিক উপাদানগুলি হলো উদ্ভিদ, প্রাণী, পাখি, কীট-পতঙ্গ, অণুজীব ইত্যাদি।
(খ) পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন?
উত্তর- পেঙ্গুইন পাখির শরীর ছোটো ছোটো পালকে আবৃত থাকে। এদের ডানা দুটো ছোটো হওয়ার জন্য এরা উড়তে পারে না, কিন্তু হাঁটতে ও সাঁতার কাটতে পারে।
(গ) জলাভূমি কাকে বলে?
উত্তর- সাধারণত সাময়িকভাবে বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানকেই জলাভূমি বলে।
(ঘ) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী?
উত্তর- পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হলো বায়ু, জল, মাটি, নদী, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি।
(ঙ) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর- মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী নতুন কৌশল প্রয়োগ করে ঘর-দুয়ার, রাস্তা-ঘাট, সেতু, উদ্যোগ ইত্যাদি নির্মাণ করার ফলে যে কৃত্রিম পরিবেশের সৃষ্টি হয়, তাকে মানবসৃষ্ট পরিবেশ বলে।
(চ) মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখো।
উত্তর- মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণী হলো উট এবং সাপ।
২। শূন্যস্থান পূরণ করো-
(ক) উট মরুভূমির প্রধান প্রাণী।
(খ) সাদা ভালুক মেরু অঞ্চলে বাস করে।
(গ) তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে- ঘাস পাওয়া যায়।
(ঘ) মরুভূমিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয়।
(ঙ) সূর্যের আলো পরিবেশের একটি অজৈবিক-উপাদান।
৩। নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো-
(ক) সাদা ভালুক/হরিণ/জেব্রা মেরু অঞ্চলের প্রাণী।
উত্তর- সাদা ভালুক মেরু অঞ্চলের প্রাণী।
(খ) সিল/বল্লা হরিণ/চমরী গোরু বা ইয়াক এর শাখা-শাখাযুক্ত শিং থাকে।
উত্তর- বল্লা হরিণ এর শাখা-শাখাযুক্ত শিং থাকে।
(গ) জিরাফ/সিংহ/বাঘ তৃণভোজী প্রাণী।
উত্তর- জিরাফ তৃণভোজী প্রাণী।
৪। সংক্ষিপ্ত টীকা লেখো- জলাভূমি, অণুজীব, জল ও বায়ু।
উত্তর-
* জলাভূমি: সাধারণত সাময়িকভাবে বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানই হচ্ছে জলাভূমি। জল ও মাটি—এই দুই প্রধান উপাদানের সাহায্যে এই পরিবেশটি গড়ে ওঠে। এই কারণে জলাভূমি বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ও অনুজীবের অনুকূল আবাসস্থল।
* অণুজীব: ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি জীব এতো ছোটো যে খালি চোখে ওদের দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। সেইজন্য ওদের অণুজীব বলা হয়। এরা জল, বায়ু, মাটি সর্বত্রই থাকে। কিছু ব্যাক্টেরিয়া মৃত উদ্ভিদ বা প্রাণীর পচন ঘটিয়ে পচন সার তৈরি করতে সাহায্য করে।
* জল: জল পরিবেশের একটি অতি প্রয়োজনীয় অজৈবিক উপাদান। পৃথিবীর মোট জলের অধিকাংশই সাগর বা মহাসাগরের জল। এছাড়া বৃষ্টিপাত, হ্রদ, খাল-বিল, পুকুর, নদী, ঝরনা ও ভূগর্ভস্থ জল হলো জলের অন্যান্য উৎস। জল ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না।
* বায়ু: আমাদের চারদিকেই বায়ু আছে এবং এটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু কয়েকটি গ্যাসের সমষ্টি, যাতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস সামান্য পরিমাণে থাকে।
