পাঠ – ৩ আবহাওয়া, Class 5, Chapter 3,

পাঠ – ৩ আবহাওয়া, Class 5, Environment Chapter 3, SEBA, Bengali Medium

Next Chapter 

অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) আবহাওয়া বলতে কী বোঝো?
উত্তর- বায়ুমণ্ডলের বিভিন্ন পরিস্থিতি, যেমন – কখনও বাতাস প্রবাহিত হওয়া, কখনও বৃষ্টিপাত হওয়া বা ঝড়ের সৃষ্টি হওয়াকেই আবহাওয়া বলে।
(খ) ঋতু কয়টি ও কী কী?
উত্তর- আমাদের দেশে বছরে ছয়টি ঋতু দেখা যায়। সেগুলো হল- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
(গ) আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো?
উত্তর- আবহাওয়ার বিষয়ে আগে থেকে খবর দেওয়াকে ‘আবহাওয়ার পূর্বাভাস’ বলা হয়।
(ঘ) আবহাওয়ার তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম লেখো।
উত্তর- আবহাওয়ার তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম হলো:
* থার্মোমিটার (বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র)
* ব্যারোমিটার (বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র)
* রেইন গজ (বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্র)
(ঙ) কোন সরকারি বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে?
উত্তর- ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’অংশ মেলাও
* বায়ুর উষ্ণতা – থার্মোমিটার
* বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ – হাইগ্রোমিটার
* বৃষ্টিপাতের পরিমাণ – রেইনগজ
* বায়ুর গতিবেগ – এ্যানিমোমিটার
৩। শূন্যস্থান পূরণ করো-
(ক) গরমদিনে পাতলা সুতির কাপড় পরিধান খুবই আরামদায়ক।
(খ) বাতাসের দিক নির্ণয়ে উইন্ড ভেন -যন্ত্র ব্যবহার করা হয়।
(গ) বায়ুমোজা বাতাসের গতিবেগ এবং দিক -জানতে ব্যবহার করা হয়।
(ঘ) ঝড় এলে আকাশে- বিদ্যুৎ চমকায় ও মেঘগর্জন হয়।
৪। আবহাওয়ার পূর্বাভাস কী কী মাধ্যমের সাহায্যে দেওয়া হয়?
উত্তর- আবহাওয়ার পূর্বাভাস রেডিয়ো, টেলিভিশন (দূরদর্শন), সংবাদপত্র ও ইন্টারনেট ইত্যাদি মাধ্যমের সাহায্যে দেওয়া হয়।
৫। সংক্ষিপ্ত টীকা লেখো-
(ক) রেইনগজ
উত্তর- রেইন গজ হলো এমন একটি যন্ত্র, যা বৃষ্টিপাতের পরিমাণ মাপার জন্য ব্যবহার করা হয়। এটি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।
(খ) আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র
উত্তর- আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র হলো এমন একটি স্থান, যেখান থেকে আবহাওয়া বিজ্ঞান বিভাগ আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এই কেন্দ্রে উষ্ণতা, চাপ, বৃষ্টিপাত ইত্যাদি মাপার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়।
(গ) শুকনো আবহাওয়া
উত্তর- যখন অনেকদিন ধরে বৃষ্টিপাত দেখা যায় না, তখন বৃষ্টির অভাবে আবহাওয়া শুকনো হয়ে যায়। এই ধরনের আবহাওয়াকে খরা আবহাওয়া বা শুকনো আবহাওয়া বলে।
(ঘ) পরিষ্কার আবহাওয়া
উত্তর- যখন আকাশে মেঘ থাকে না, তখন আকাশ পরিষ্কার থাকে। এই ধরনের আবহাওয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া বলে। এই আবহাওয়ায় সাধারণত সকালে ও বিকালে অল্প ঠাণ্ডা এবং দুপুরে তুলনামূলকভাবে বেশি গরম থাকে।
৬। আবহাওয়া অনুযায়ী আমাদের সাজ-পোশাক কোন ধরনের হওয়া উচিত লেখো।
উত্তর- আবহাওয়ার সঙ্গে সংগতি রেখে আমাদের সাজ-পোশাক পরিধান করা উচিত।
* গরম দিনে: গরম দিনে পাতলা সুতির কাপড় পরিধান করা আরামদায়ক। এই দিনে সাদা বা হালকা রঙের কাপড় পরা উচিত, কারণ এগুলো কম তাপ শোষণ করে।
* শীতকালে: শীতকালে আমাদের গরম কাপড়, যেমন উলের কাপড়, পরিধান করা উচিত।
৭। কী কী কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে?
উত্তর- আবহাওয়ার পূর্বাভাস বিভিন্ন পেশার ব্যক্তিদের বিশেষভাবে সাহায্য করে। যেমন – কৃষকদের কৃষিকাজে, জাহাজের নাবিকদের জাহাজ চালাতে, সাগরের মৎস্যজীবীদের মাছ ধরতে, বিমান চালকদের বিমান চালাতে এবং পর্বত আরোহণকারীদের পর্বত আরোহণে সাহায্য করে।
৮। আবহাওয়ার উপাদানগুলো কী কী?
উত্তর- আবহাওয়ার উপাদানগুলো হলো- বায়ুমণ্ডলের উষ্ণতা, চাপ, বাতাসের গতিপথ ও বেগ, বৃষ্টিপাতের পরিমাণ, মেঘের উপস্থিতি এবং বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *