
পাঠ-১৪ আমাদের সামাজিক সমস্যা, Class 5, Environment Chapter 14, SEBA, Bengali Medium
Next Chapter
অনুশীলনী
১। উত্তর লেখো
(ক) সামাজিক সমস্যা বলতে কি বোঝো?
উত্তর- সামাজিক সমস্যা হলো এমন কিছু বিষয় যা আমাদের সমাজ জীবনের পরিবেশ বা বাতাবরণকে বিনষ্ট করে এবং যার ফলে সমাজের মানুষ সুস্থভাবে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হয়।
(খ) সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয়?
উত্তর- সমাজে একতা গড়ে তুলতে সচেতনতা, সহযোগিতা, পারস্পরিক বোঝা-পড়া, আন্তরিকতা, বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণগুলোর প্রয়োজন হয়।
(গ) সামাজিক সমস্যাগুলো কি কি?
উত্তর- সামাজিক সমস্যাগুলো হলো দরিদ্রতা, নিরক্ষরতা, অন্ধবিশ্বাস, শিশু শ্রমিক, মাদকদ্রব্যের ব্যবহার, ঘরোয়া হিংসা, যৌতুক প্রথা, দুর্নীতি, যাতায়াতের সু-ব্যবস্থার অভাব, প্রাচীন দৃষ্টিভঙ্গী ইত্যাদি।
(ঘ) সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী?
উত্তর- সামাজিক সমস্যা সৃষ্টিতে যে কারণগুলো (কারকগুলো) দায়ী তা হলো- দরিদ্রতা, নিরক্ষরতা, অন্ধবিশ্বাস, শিশু শ্রমিক, মাদকদ্রব্যের ব্যবহার, ঘরোয়া হিংসা, যৌতুক প্রথা, দুর্নীতি, যাতায়াতের সু-ব্যবস্থার অভাব, প্রাচীন দৃষ্টিভঙ্গী ইত্যাদি।
২। শূন্যস্থান পূরণ করো-
(ক) আমরা সবাই- সমাজ -তৈরি করে বাস করি।
(খ) অন্ধবিশ্বাস হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।
(গ) দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে অশান্তির সৃষ্টি হয়।
(ঘ) জনসাধারণের সচেতনতা এবং- সহযোগিতা -না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।
(ঙ) যারা লেখাপড়া জানে না তাদেরকে নিরক্ষর বলে।
৩। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও-
* অন্ধবিশ্বাসের কোনো – বৈজ্ঞানিক ভিত্তি নেই।
* অন্ধবিশ্বাস, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক ইত্যাদি – সামাজিক সমস্যা।
* পরিবারের আর্থিক অনটনের জন্য – শিশু শ্রমিকের সৃষ্টি হয়।
৪। অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো-
(ক) গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাগুলোর সমাধানে সহায়তা করতে পারে।
উত্তর- শুদ্ধ।
(খ) কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয়।
উত্তর-শুদ্ধ।
(গ) লিঙ্গ বৈষম্য হল একটি সামাজিক সমস্যা।
উত্তর- শুদ্ধ।
(ঘ) নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কু-সংস্কার দূর করতে পারে।
উত্তর- অশুদ্ধ।
(ঙ) টাকা-পয়সার অভাব হলে ছোটো ছেলে-মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করাতে হয়।
উত্তর- অশুদ্ধ।
৫। সংক্ষিপ্ত টীকা লেখো-
(ক) অন্ধবিশ্বাস
উত্তর- সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণাই হলো অন্ধবিশ্বাস। কোনো বিষয় ভালো ভাবে যাচাই না করে সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলা হয়। যেমন, কোথাও যাওয়ার সময় বেড়াল রাস্তা পার করলে অমঙ্গল হয়, অথবা ডাইনি বিশ্বাস। ডাইনি বিশ্বাসে কোনো পুরুষ বা মহিলাকে সমাজের দুঃখ-দুর্দশার জন্য দায়ী করে নির্যাতন বা হত্যা করা হয়। এই ধরনের অন্ধবিশ্বাসের ফলে সমাজে বৃহৎ সমস্যার সৃষ্টি হয়।
(খ) কুসংস্কার
উত্তর- আমাদের সমাজে কিছু কু-সংস্কার প্রচলিত আছে। যেমন- সাপে কামড়ালে ওঝা ডেকে চিকিৎসা করানো, বা কোনো রোগ হলে ঝাড়ফুঁককারীর মন্ত্রদ্বারা রোগ ভালো করার চেষ্টা করা। এই ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে মানুষ উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পতিত হয়।
(গ) যৌতুক
উত্তর- বিবাহের সময় নববধুর সঙ্গে দেওয়া বিভিন্ন জিনিসপত্রকে যৌতুক বলা হয়। এটি একটি সামাজিক প্রথা। কিন্তু বর্তমানে কখনও কখনও বরের ঘর থেকে অধিক যৌতুক দাবী করা হয় এবং তা দিতে না পারলে নববধুকে অশেষ নির্যাতন ভোগ করতে হয়। এটি একটি সামাজিক সমস্যা। মেয়েরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হলে সমাজ থেকে এই প্রথা নির্মূল হতে পারে।
৬। সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কি লেখো।
উত্তর- সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন জনসাধারণ একসঙ্গে মিলেমিশে কাজ করে, তখন অনেক সমস্যার সমাধান হয়। উদাহরণস্বরূপ, জিরিঘাট গ্রামের জনসাধারণের সচেতনতা, সহযোগিতা ও একতা থাকার ফলেই তারা টাকা-পয়সা না থাকা সত্ত্বেও রাস্তা মেরামতের মতো একটি বড়ো কাজ করতে সক্ষম হয়েছিল। সমাজে একতা থাকলে কোনো ধরনের কাজই পড়ে থাকে না।
