প্রাচীন ভারতের রাজবংশ, Chapter -9, Class -6, SEBA, New Syllabus
প্রাচীন ভারতের রাজবংশ, Chapter -9, Class -6, SEBA, New Syllabus
অনুশীলনী – ১ (পৃষ্ঠা ৭৭)
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো-
* (ক) মৌর্য বংশের প্রতিষ্ঠাপক কে?
Ans. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
* (খ) অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
Ans.অর্থশাস্ত্র গ্রন্থের লেখক ছিলেন কৌটিল্য।
* (গ) বর্তমান ভারতের কোন অঞ্চলে মৌর্যদের রাজ্য অবস্থিত ছিল?
Ans. মৌর্যদের শাসন বর্তমান ভারতের উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা সহ আরও অনেক অঞ্চলে বিস্তৃত ছিল।
* (ঘ) মৌর্য রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করা হয়?
Ans. মৌর্য রাজাদের মধ্যে সম্রাট অশোককে সর্বশ্রেষ্ঠ রাজা বলে গণ্য করা হয়।
* (ঙ) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাপক কে?
Ans. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ।
* (চ) পূষ্যমিত্র শুঙ্গ কোন বর্ণের লোক ছিলেন?
Ans. পুষ্যমিত্র শুঙ্গ ব্রাহ্মণ বর্ণের লোক ছিলেন।
* (ছ) গুপ্ত বংশের প্রতিষ্ঠাপক কে?
Ans. শ্রীগুপ্তকে গুপ্ত বংশের প্রথম সম্রাট হিসেবে বিবেচনা করা হয়।
* (জ) মৌর্যদের সময়ে উচ্চ পদবীধারী আধিকারিকেরা কী নামে পরিচিত ছিলেন?
Ans. মৌর্যদের সময়ে উচ্চ পদস্থ আধিকারিকেরা অমাত্য নামে পরিচিত ছিলেন।
* (ঝ) অশোকের শাসনকালে উচ্চ পদবীধারী আধিকারিকদের কী বলা হত?
Ans. অশোকের শাসনকালে উচ্চ পদস্থ আধিকারিকেরা মহামন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন।
* (ঞ) অধ্যক্ষ নামের আধিকারিকদের দায়িত্ব কী ছিল?
Ans. প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন বিভাগ সৃষ্টি করা হয়েছিল এবং এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অধ্যক্ষ বলা হত।
* (ট) মৌর্যদের সময়ের প্রধান বর্ণগুলো কী কী ছিল?
Ans. মৌর্যদের সময়ের প্রধান বর্ণগুলো ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
* (ঠ) গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
Ans. সমুদ্রগুপ্তকে গুপ্তদের শ্রেষ্ঠ রাজা বলা হয়।
অনুশীলনী – ২ (পৃষ্ঠা ৭৮)
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো-
* (ক) মৌর্যবংশের সমসাময়িক দক্ষিণ ভারতের তিনটি রাজবংশের নাম লেখো।
Ans. মৌর্যবংশের সমসাময়িক দক্ষিণ ভারতের তিনটি প্রধান রাজবংশ ছিল পাণ্ড্য, চোল ও চেরা।
* (খ) পাণ্ড্য রাজ্যবংশের রাজধানীর নাম কী ছিল?
Ans. পাণ্ড্য রাজ্যবংশের রাজধানী ছিল মাদুরাই।
* (গ) উরাইয়ুর কোন রাজবংশের শাসনের কেন্দ্র ছিল?
Ans. উরাইয়ুর চোল রাজবংশের শাসনের প্রধান কেন্দ্র ছিল।
* (ঘ) চেরাদের অঞ্চলটিকে কী বলা হত?
Ans. চেরাদের অঞ্চলটিকে কেরালা নামেও পরিচিত ছিল।
* (ঙ) অন্ধ্র বলে কারা পরিচিত ছিলেন?
Ans. সাতবাহন বংশের শাসকেরা অন্ধ্র নামেও পরিচিত ছিলেন।
* (চ) চালুক্য বংশের প্রতিষ্ঠাপক কে ছিলেন?
Ans. প্রথম রাজা পুলকেশী চালুক্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন।
(ছ) পল্লব বংশের প্রথম রাজা কে ছিলেন?
Ans. পল্লব বংশের প্রথম বিখ্যাত রাজা ছিলেন সিংহবিষ্ণু।
* (জ) কাঞ্চীপুরম কাদের রাজধানী ছিল?
Ans. কাঞ্চীপুরম পল্লব শাসকদের রাজধানী ছিল।
* (ঝ) দক্ষিণ ভারতের লোকদের প্রধান বৃত্তি কী ছিল?
Ans দক্ষিণ ভারতের লোকদের প্রধান বৃত্তি ছিল কৃষিকর্ম।
অনুশীলনী – ৩ (পৃষ্ঠা ৮০)
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো-
* (ক) প্রাচীন কামরূপের প্রথম ঐতিহাসিক বংশের নাম কী?
Ans.প্রাচীন কামরূপে শাসন প্রতিষ্ঠাকারী প্রথম ঐতিহাসিক বংশটি ছিল বর্মন বংশ।
* (খ) কোন কামরূপের রাজা ভাস্করাব্দ নামের নতুন সনের প্রবর্তন করেছিলেন?
Ans. কামরূপের রাজা ভাস্কর বর্মন ‘ভাস্করাব্দ’ নামের নতুন বছর গণনার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
* (গ) বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
Ans. ভাস্কর বর্মনকে বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়।
* (ঘ) চীনা পরিব্রাজক হিউয়েন-সাং কামরূপে কখন এসেছিলেন?
Ans.চীনা পরিব্রাজক হিউয়েন-সাং রাজা ভাস্কর বর্মনের রাজত্বকালে তাঁর আমন্ত্রণে কামরূপে (অসমে) এসেছিলেন। ভাস্কর বর্মনের শাসনকাল আনুমানিক ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল।
* (ঙ) বিষয় বলতে কী বোঝো?
Ans. প্রাচীন কামরূপ রাজ্যে প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যকে যে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়েছিল, সেই ভাগগুলোকে ‘বিষয়’ বলা হত।
* (চ) কামরূপ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃত্তির নাম লেখো।
Ans.কামরূপ রাজ্যের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। তার সঙ্গে কাপড় বোনা, কাঁসা-পিতল বা মাটির পাত্র তৈরি করা ইত্যাদিও কয়েকটি উল্লেখযোগ্য বৃত্তি ছিল।
অনুশীলনী – ৪ (পৃষ্ঠা ৮২)
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো-
* (ক) গুপ্তযুগকে কেন স্বর্ণযুগ বলা হয়?
Ans. সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ ঘটেছিল বলেই গুপ্তযুগকে “স্বর্ণযুগ” বলা হয়।
* (খ) কালিদাস রচিত তিনটি নাটকের নাম লেখো।
Ans. কালিদাস রচিত তিনটি উল্লেখযোগ্য রচনা (যার মধ্যে নাটকও অন্তর্ভুক্ত) হল – রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানম-শকুন্তলম। (বিখ্যাত নাটকগুলির মধ্যে মালবিকাগ্নিমিত্রম এবং অভিজ্ঞানম-শকুন্তলম উল্লেখযোগ্য।)
* (গ) বর্তমানের নাম প্রয়াগরাজ প্রশস্তির লেখক কে ছিলেন?
Ans. প্রখ্যাত এলাহাবাদ (বর্তমানের প্রয়াগরাজ) প্রশস্তির রচয়িতা ছিলেন হরিসেন।
* (ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ অমরসিংহ রচিত অভিধানটির নাম কী?
Ans. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ অমরসিংহ রচিত সংস্কৃত ভাষার প্রথম অভিধানটির নাম অমরকোষ।
* (ঙ) দক্ষিণ ভারতে কী কী ভাষায় নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল?
Ans.দক্ষিণ ভারতে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম প্রভৃতি ভাষায় অনেক নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল।
