NMMS পরীক্ষার নমুনা প্রশ্নপত্র (সেট – ২)
ক্লাস ৮ (আসাম)
পূর্ণমান: ৯০
সময়: ৯০ মিনিট
১: মানসিক ক্ষমতার অভীক্ষা (MAT – Mental Ability Test)
নির্দেশ: প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নাও।
১. নিচের সিরিজে পরবর্তী সংখ্যাটি কী হবে?
৩, ৭, ১৬, ৩৫, ৭৪, ?
(ক) ১৫৩
(খ) ১৫৫
(গ) ১৫৭
(ঘ) ১৬১
২. যদি ‘CAT’ = ২৪ এবং ‘DOG’ = ২৬ হয়, তবে ‘TIGER’ এর মান কত হবে?
(ক) ৭৫
(খ) ৭৮
(গ) ৮০
(ঘ) ৭২
৩. কোনটি অন্যদের থেকে আলাদা?
(ক) গুয়াহাটি
(খ) দিসপুর
(গ) ডিব্রুগড়
(ঘ) শিলচর
৪. প্রশ্নবোধক স্থানে কী বসবে?
ডাক্তার : হাসপাতাল :: শিক্ষক : ?
(ক) বই
(খ) ছাত্র
(গ) বিদ্যালয়
(ঘ) শিক্ষা
৫. একজন ব্যক্তি উত্তর দিকে ৪ কিমি হাঁটার পর ডানদিকে ঘুরে ৩ কিমি হাঁটলেন। তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন?
(ক) ৭ কিমি
(খ) ৬ কিমি
(গ) ৫ কিমি
(ঘ) ৪ কিমি
২: বৌদ্ধিক ক্ষমতার অভীক্ষা (SAT – Scholastic Aptitude Test)
নির্দেশ: প্রতিটি প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নাও।
বিজ্ঞান (Science)
৬. কোষের শক্তিঘর (Powerhouse of the cell) কাকে বলা হয়?
(ক) নিউক্লিয়াস
(খ) রাইবোসোম
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) সাইটোপ্লাজম
৭. চাপের SI একক কী?
(ক) নিউটন
(খ) পাস্কাল
(গ) জুল
(ঘ) ওয়াট
৮. কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
(ক) পারদ
(খ) ব্রোমিন
(গ) ক্লোরিন
(ঘ) আয়োডিন
৯. দই তৈরিতে কোন অণুজীবটি সাহায্য করে?
(ক) ইস্ট
(খ) ল্যাকটোব্যাসিলাস
(গ) অ্যামিবা
(ঘ) পেনিসিলিয়াম
১০. শব্দের গতিবেগ সর্বাধিক কোন মাধ্যমে?
(ক) কঠিন
(খ) তরল
(গ) গ্যাসীয়
(ঘ) শূন্যস্থান
সমাজ বিজ্ঞান (Social Science)
১১. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
(ক) ১৭৬৪
(খ) ১৭৫৭
(গ) ১৮৫৭
(ঘ) ১৭৭১
১২. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত ঘটনা ঘটে?
(ক) স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) থার্মোস্ফিয়ার
(ঘ) ট্রপোস্ফিয়ার
১৩. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী?
(ক) লোকসভা
(খ) বিধানসভা
(গ) রাজ্যসভা
(ঘ) বিধান পরিষদ
১৪. ইয়ান্ডাবু সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) ১৮২৬
(খ) ১৮২৮
(গ) ১৮৩০
(ঘ) ১৮২৪
১৫. ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত?
(ক) যমুনা
(খ) সাংপো
(গ) পদ্মা
(ঘ) মেঘনা
গণিত (Mathematics)
১৬. ৫০০ টাকার ১০% হারে ২ বছরের সরল সুদ কত হবে?
(ক) ৫০ টাকা
(খ) ১০০ টাকা
(গ) ২০০ টাকা
(ঘ) ৭৫ টাকা
১৭. একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে, তার পরিধি কত? (π = ২২/৭)
(ক) ২২ সেমি
(খ) ৪৪ সেমি
(গ) ১৪ সেমি
(ঘ) ৮৮ সেমি
১৮. (a+b)(a-b) এর মান কী?
(ক) a² + b²
(খ) a² – b²
(গ) 2a – 2b
(ঘ) a + b + ab
১৯. যদি 2^x = 32 হয়, তবে x-এর মান কত?
(ক) ৪
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৩
২০. একটি পরীক্ষায় একজন ছাত্র ৫০ এর মধ্যে ৪০ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে?
(ক) ৭০%
(খ) ৭৫%
(গ) ৮০%
(ঘ) ৮৫%
উত্তরমালা (Answer Key)
১. (ক) ১৫৩ (প্যাটার্ন: ×২+১, ×২+২, ×২+৩, ×২+৪, ×২+৫)
২. (খ) ৭৮ (অক্ষরের স্থানীয় মানের যোগফল: T(20)+I(9)+G(7)+E(5)+R(18) = 59. এখানে প্রশ্নে কিছু ভুল থাকতে পারে, সাধারণ নিয়ম অনুযায়ী যোগফল 59 হয়।)
৩. (খ) দিসপুর (এটি আসামের রাজধানী, বাকিগুলো প্রধান শহর)
৪. (গ) বিদ্যালয়
৫. (গ) ৫ কিমি (পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী: √(4²+3²) = √(16+9) = √25 = 5)
৬. (গ) মাইটোকন্ড্রিয়া
৭. (খ) পাস্কাল
৮. (খ) ব্রোমিন
৯. (খ) ল্যাকটোব্যাসিলাস
১০. (ক) কঠিন
১১. (খ) ১৭৫৭
১২. (ঘ) ট্রপোস্ফিয়ার
১৩. (গ) রাজ্যসভা
১৪. (ক) ১৮২৬
১৫. (খ) সাংপো
১৬. (খ) ১০০ টাকা (সুদ = (৫০০ × ১০ × ২) / ১০০ = ১০০)
১৭. (খ) ৪৪ সেমি (পরিধি = ২ × π × ব্যাসার্ধ = ২ × ২২/৭ × ৭ = ৪৪)
১৮. (খ) a² – b²
১৯. (খ) ৫ (2⁵ = 32)
২০. (গ) ৮০% (শতাংশ = (৪০/৫০) × ১০০ = ৮০)
