পৃথিবীর উপরিভাগ এবং এর পরিবর্তনসমূহ , শ্রেণী- ০৭ https://utsaho.in/?p=3391&preview=true
অনুশীলনী: (পৃষ্ঠা ৪০)
১। উত্তর লেখো (৩০টি শব্দের ভেতর)
(ক) বায়ুমণ্ডল বলতে কী বোঝ?
উত্তরঃ পৃথিবীর উপরিভাগে বায়ুর যে বিশাল আবরণ বেষ্টন করে আছে, তাকেই বায়ুমণ্ডল বলা হয় । পৃথিবীতে বসবাসকারী সব ধরনের জীবজন্তুই বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের ওপর নির্ভরশীল
(খ) ফলকগুলো এক বছরে কতটুকু নড়াচড়া করে?
উত্তরঃ ভূ-ত্বকের ফলকগুলো এক বছরে ১-১.৫ সেন্টিমিটার এগোয় বলে বিজ্ঞানীরা অনুমান করেছেন ।
(গ) সাময়িক বাতাসের বিষয়ে লেখো।
উত্তরঃ দিনের বিভিন্ন সময়ে এবং বৎসরের বিভিন্ন ঋতুতে বায়ুমণ্ডলের তাপ ও চাপের তারতম্যের ফলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল পর্যন্ত যে বাতাস প্রবাহিত হয়, তাকে সাময়িক বাতাস বলে । জলবাতাস, স্থলবাতাস, মৌসুমি বাতাস ইত্যাদি সাময়িক বাতাসের উদাহরণ ।
(ঘ) বালিস্তূপ কী?
উত্তরঃ মরুভূমির কোনো কোনো অঞ্চলে বায়ুর গতি কমে এলে, এটি বহন করে আনা শিলা, বালি জমা হয়ে যে ঢিবি আকৃতির ভূ-অবয়ব সৃষ্টি করে, তাকে বালিস্তূপ (Sand dune) বলা হয় ।
(ঙ) অশ্বখুরাকৃতি হ্রদ কি?
উত্তরঃ নদীর মধ্য বা নিম্ন অংশে সর্পিল গতিতে প্রবাহের সময়, নদী বাঁকের মাত্রা বেড়ে গেলে এবং বর্ষার পর ভাঁজের মুখে পলি জমা হয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যে ঘোড়ার খুরের আকৃতির জলাশয় বা বিল সৃষ্টি হয়, তাকে অশ্বখুরাকৃতির হ্রদ (Ox-bow lake) বলে ।
২। শুদ্ধ উত্তরটিতে (V) চিহ্ন দাও:
(i) নীচের কোন্ গ্যাস আমাদের সূর্যের অনিষ্টকারী রশ্মি থেকে রক্ষা করে? (ক) কার্বন-ডাই-অক্সাইড (খ) নাইট্রোজেন (গ) ওজোন (V)
(ii) হিমবাহের অবক্ষেপগুলোর নাম হল- (ক) প্লাবনভূমি (খ) ব্যাঙের ছাতা (গ) গ্রাব (V)
(iii) জলরূপে পৃথিবীতে নেমে আসা অধোক্ষেপণের নাম
(ক) বৃষ্টি (V) (খ) মেঘ (গ) বরফ
(iv) ব্যাঙের ছাতা আকৃতির শিলা পাওয়ার স্থান
(ক) মরুভূমি (V) (খ) নদী উপত্যকা (গ) প্লাবন ভূমি
(v) মানুষের জন্য বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হল- (ক) ম্যাসোস্ফিয়ার (খ) স্ট্র্যাটোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (V)
(vi) অশ্বখুরাকৃতির হ্রদ সৃষ্টি হওয়ার স্থান (ক) হিমবাহ (খ) নদী উপত্যকা (V) (গ) মরুভূমি
অনুশীলনীর সমাধান: (পৃষ্ঠা ৪১)
৩। ডানদিক-বাঁদিক রেখা টেনে মেলাও :
| ‘ক’ অংশ | ‘খ’ অংশ |
| (ক) বাণিজ্য বাতাস | (ঙ) নিয়ত বাতাস |
| (খ) হিমবাহ | (ঘ) বরফের নদী |
| (গ) লু | (খ) স্থানীয় বাতাস |
| (ঘ) সর্পিল গতি | (ক) নদীর মধ্য অংশ |
| (ঙ) স্ট্র্যাটোস্ফিয়ার | (গ) ওজোন স্তর |
| (চ) ভূমিকম্প | (চ) অভ্যন্তরীণ শক্তির ক্রিয়া |
৪। কারণ দেখাও (৫০টি শব্দের ভেতর)
(ক) স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকোয় না।
উত্তরঃ স্যাঁতসেঁতে আবহাওয়ায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অধিক (আর্দ্রতা বেশি) থাকে । বায়ু যখন জলীয় বাষ্পে পূর্ণ থাকে, তখন এর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। ফলে ভেজা কাপড় থেকে জলীয় বাষ্প বায়ুতে মিশতে পারে না, তাই কাপড় তাড়াতাড়ি শুকোয় না।
(খ) প্লাবনভূমি বড় উর্বর।
উত্তরঃ প্লাবনভূমি গঠিত হয় বন্যার সময়ে নদী দ্বারা বাহিত পলি, বালি ও কাদার গাঁদগুলো নদীর দু-পারে জমা হওয়ার ফলে । এই পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় প্লাবনভূমিতে কৃষিকাজ ভালো হয়।
(গ) মরুভূমিতে থাকা কিছু শিলা ব্যাঙের ছাতা আকৃতির।
উত্তরঃ মরুভূমি অঞ্চলে বায়ু একটি নির্দিষ্ট উচ্চতায় বালির কণা উড়িয়ে নিয়ে যাওয়ার ফলে সেই উচ্চতায় শিলাখণ্ডের বেশি ক্ষয়সাধন করে । শিলাখণ্ডের নীচের অংশটি বেশি ক্ষয় হওয়ার ফলে উপরে ছাতার মতো একটি ভূ-অবয়বের সৃষ্টি হয়, যাকে ব্যাঙের ছাতা আকৃতির শিলা বলা হয় ।
(ঘ) বিষুব অঞ্চল থেকে দুই মেরু অঞ্চল শীতল।
উত্তরঃ বিষুব অঞ্চলে সূর্যের রশ্মি সারা বছর সরাসরি বা লম্বভাবে পড়ে, ফলে সেই অঞ্চলের বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বদাই বেশি থাকে । অন্যদিকে, বিষুবরেখা থেকে দুই মেরুর দিকে সূর্যের রশ্মি হেলানোভাবে পড়ায়, সেই অঞ্চলগুলির উষ্ণতা কম হয় এবং শীতল থাকে ।
