মিসাইল মানব,Chapter – 8, Class -7, SEBA board
এখানে পাঠ্যপুস্তকের ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮ এবং ৬৯ নং পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরগুলি দেওয়া হল।
পৃষ্ঠা নং – ৬৪
১। উত্তর দাও।
(ক) ‘মিসাইল মানব’ কাকে বলা হয়?
উত্তর: ডঃ এ. পি. জে. আব্দুল কালামকে ‘মিসাইল মানব’ বলা হয়।
(খ) ভারতের ভূমি থেকে সফলভাবে উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কী?
উত্তর: ভারতের ভূমি থেকে সফলভাবে উৎক্ষেপিত প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহটির নাম ‘রোহিণী’।
(গ) আব্দুল কালাম শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ করেছিলেন?
উত্তর: আব্দুল কালাম শিলং-এর ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট’-এ ভাষণ দেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
(ঘ) আব্দুল কালামের মতে শিশুদের জন্য আদর্শ নায়ক কারা?
উত্তর: আব্দুল কালামের মতে, শিশুদের পনেরো বছর বয়স পর্যন্ত তাদের পিতা-মাতা এবং প্রাথমিক ও হাইস্কুলের শিক্ষকরাই হলেন আদর্শ নায়ক।
২। উত্তর লেখো।
(ক) ‘স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্নই চিন্তাতে পরিবর্তিত হবে এবং চিন্তার ফলশ্রুতিই হল কাজ’ এই কথাগুলো কে কাকে বলেছিলেন?
উত্তর: এই কথাগুলো ডঃ এ. পি. জে. আব্দুল কালাম দেশের ছাত্র-ছাত্রী তথা নতুন প্রজন্মকে বলেছিলেন।
(খ) তিনি কোন কোন বিষয়ের অনুরাগী ছিলেন?
উত্তর: তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা ছাড়াও সংগীত ও সাহিত্যের অনুরাগী ছিলেন।
পৃষ্ঠা নং – ৬৫
(গ) স্কুল জীবনে কোন রহস্য আব্দুল কালামকে প্রভাবান্বিত করেছিল?
উত্তর: স্কুল জীবনে আকাশের বিশালতা এবং উড়ন্ত পাখির ঝাঁকের রহস্য আব্দুল কালামকে প্রভাবান্বিত করেছিল।
(ঘ) তিনি মনে-প্রাণে ভারতকে কোন রূপে দেখতে চেয়েছিলেন?
উত্তর: তিনি মনে-প্রাণে সকল বিষয়ে ভারতকে একটি উন্নত ও শক্তিশালী রাষ্ট্ররূপে দেখতে চেয়েছিলেন।
৩। শব্দের সঙ্গে অর্থ মেলাও।
* উৎক্ষেপণ – ওপরের দিকে ছোঁড়া
* প্রজ্বলিত – জ্বলন্ত
* অভ্যন্তরীণ – ভিতরকার
* বিচক্ষণ – অভিজ্ঞ
* অদম্য – যাকে দমাতে বা বশ করতে পারা যায়না
* দিগন্ত – যে কোনো দিকের প্রান্ত সীমা
* ভূষণ – অলংকার
* নিরীক্ষণ – দূর থেকে ভালো করে দেখা
পৃষ্ঠা নং – ৬৬
৪। পদগুলোর কারক নির্ণয় করো।
(ক) বিজ্ঞানীরা মনিটরে নিরীক্ষণ করেন।
উত্তর: বিজ্ঞানীরা – কর্তৃ কারক।
(খ) জ্যোতির্বিদরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশকে লক্ষ করেন।
উত্তর: দূরবীক্ষণ যন্ত্র দিয়ে – করণ কারক।
(গ) তরুণ বিজ্ঞানী গবেষণা করেন।
উত্তর: গবেষণা – কর্ম কারক।
(ঘ) শ্রীহরিকোটা থেকে রোহিণী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল।
উত্তর: শ্রীহরিকোটা থেকে – অপাদান কারক।
(ঙ) আব্দুল কালামের নেতৃত্বে রোহিণী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হয়েছিল।
উত্তর: নেতৃত্বে – অধিকরণ কারক।
(চ) মনীষীগণ দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেন।
উত্তর: দেশের জন্য – নিমিত্ত কারক।
পৃষ্ঠা নং – ৬৭
৫। নীচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।
* জাগ্রত – সুপ্ত
* কৃত্রিম – স্বাভাবিক
* হতাশ – আশাবাদী
* সুপ্ত – জাগ্রত
* অক্ষম – সক্ষম
* সফলতা – বিফলতা
৬। নীচে কয়েকটি শব্দের ভুল বানান দেওয়া হল। তোমরা বানানগুলো শুদ্ধ করো এবং কোন নিয়মে শুদ্ধ করলে তা লেখো।
* ভুল বানান: কর্ন
* শুদ্ধ বানান: কর্ণ
* নিয়ম: ‘র’ বা রেফ্ (র্)-এর পরে ‘ন’ থাকলে তা ‘ণ’ হয়।
* ভুল বানান: মরন
* শুদ্ধ বানান: মরণ
* নিয়ম: ‘র’-এর পরে ‘ন’ থাকলে তা ‘ণ’ হয়।
* ভুল বানান: পরায়ন
* শুদ্ধ বানান: পরায়ণ
* নিয়ম: ‘পর’ শব্দের পরবর্তী ‘অয়ন’ শব্দের ‘ন’ স্থানে ‘ণ’ হয়।
* ভুল বানান: ভান্ড
* শুদ্ধ বানান: ভাণ্ড
* নিয়ম: ট-বর্গীয় ধ্বনি ‘ড’-এর আগে মূর্ধন্য ‘ণ’ বসে।
* ভুল বানান: দারুন
* শুদ্ধ বানান: দারুণ
* নিয়ম: ‘র’-এর পরে ‘ন’ থাকলে তা ‘ণ’ হয়।
পৃষ্ঠা নং – ৬৮
৭। ণ-ত্ব বিধির নিয়ম প্রয়োগ করে নীচের শব্দগুলোর শূন্যস্থানে ‘ণ’ বা ‘ন’ বসিয়ে পূর্ণ করো।
* রণ
* শ্রবণ
* রাবণ
* শাসন
* খণ্ড
* কথন
* বিভীষণ
* তোষণ
* তৃণ
* পঠন
* রামায়ণ
* আসন
* বাণ
* লিখন
* কীর্তন
* ভূষণ
৮। উদাহরণের মতো করে শব্দ গঠন করো এবং প্রাপ্ত নতুন শব্দের অর্থ লেখো।
* প্র + চেষ্টা = প্রচেষ্টা (অর্থ – চেষ্টা, উদ্যম)
* প্র + ক্ষেপণ = প্রক্ষেপণ (অর্থ – নিক্ষেপ, ছোঁড়া)
* প্র + জ্বলিত = প্রজ্বলিত (অর্থ – যা জ্বলছে, উদ্ভাসিত)
* উৎ + ক্ষেপণ = উৎক্ষেপণ (অর্থ – ঊর্ধ্বে নিক্ষেপ, মহাকাশে পাঠানো)
* উৎ + পীড়ন = উৎপীড়ন (অর্থ – অত্যাচার, নির্যাতন)
* উৎ + সাহ = উৎসাহ (অর্থ – উদ্দীপনা, প্রেরণা)
* বি + ফল = বিফল (অর্থ – ব্যর্থ, নিষ্ফল)
* বি + চিত্র = বিচিত্র (অর্থ – নানান রকম, অদ্ভুত)
* বি + জয় = বিজয় (অর্থ – জয়লাভ, সাফল্য)
৯। বাক্য রচনা করো।
* মনে-প্রাণে – আব্দুল কালাম মনে-প্রাণে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন।
* শিক্ষাগুরু – সঠিক শিক্ষাগুরু জীবনের পথ দেখান।
* অদম্য ইচ্ছা – স্কুল জীবনে পাখিদের মতো ওড়ার এক অদম্য ইচ্ছা ছিল কালামের।
* সর্ববৃহৎ – ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ।
১০। কালামের মতে বাবা-মা এবং শিক্ষককেরা হলেন শিশুদের আদর্শ নায়ক। তোমার আদর্শ নায়ক কে? তাঁর বিষয়ে একটি অনুচ্ছেদ লেখো।
উত্তর: আমার জীবনের আদর্শ নায়ক হলেন আমার বাবা। তিনি একজন অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং দয়ালু মানুষ। ছোটবেলা থেকে আমি তাঁকে দেখেছি কীভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আমাদের পরিবারকে আগলে রেখেছেন। তিনি শুধু আমার প্রয়োজনই মেটান না, আমাকে ভালো-মন্দের ফারাক বোঝান এবং সবসময় সততার পথে চলার শিক্ষা দেন। বাবার কাছ থেকেই আমি শিখেছি যে, কোনো কাজই ছোট নয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করা যায়। তাই তিনিই আমার জীবনের সেরা নায়ক।
