বাক্য সংকোচন (এক-কথায় প্রকাশ) – SEBA & CBSC , WB বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ
১. যা বলা উচিত নয় – অকথ্য
২. যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ
৩. যা সহজে লাভ করা যায় – সুলভ
৪. যা দমন করা যায় না – অদম্য
৫. যা দেখা যায় না – অদৃশ্য
৬. যা দেখা যায় – দৃশ্যমান
৭. যা করা আবশ্যক – কর্তব্য
৮. যা আগে শোনা যায়নি – অশ্রুতপূর্ব
৯. যা আগে হয়নি – অভূতপূর্ব
১০. যা জয় করা কঠিন – দুর্জয়
১১. যা জয় করা যায় না – অজেয়
১২. যার কোনো জ্ঞান নেই – অজ্ঞ
১৩. যে উপকারীর অপকার করে – কৃতঘ্ন
১৪. যে উপকারীর উপকার করে – কৃতজ্ঞ
১৫. যার কোনো কিছুতেই ভয় নেই – নির্ভীক/অকুতোভয়
১৬. দিনের পূর্বভাগ – পূর্বাহ্ন
১৭. দিনের মধ্যভাগ – মধ্যাহ্ন
১৮. দিনের শেষ ভাগ – অপরাহ্ণ
১৯. যিনি চিকিৎসা করেন – চিকিৎসক
২০. যিনি কবিতা লেখেন – কবি
২১. যিনি ইতিহাস জানেন – ইতিহাসবেত্তা
২২. যা পান করার যোগ্য – পেয়
২৩. যা খাওয়ার যোগ্য – খাদ্য
২৪. যা চিবিয়ে খেতে হয় – চর্ব্য
২৫. যা চুষে খেতে হয় – চোষ্য
২৬. যা লেহন করে খেতে হয় – লেহ্য
২৭. যা ভোজন করার যোগ্য – ভোজ্য
২৮. যা সহজে লাভ করা যায় – সহজে প্রাপ্য
২৯. যা সহজে হজম হয় – সুপাচ্য
৩০. যা সহজে হজম হয় না – দুষ্পাচ্য
৩১. যার সীমা নেই – অসীম
৩২. যার তুলনা নেই – অতুলনীয়
৩৩. যার আদি নেই – অনাদি
৩৪. যার শেষ নেই – অনন্ত
৩৫. যার পতি মারা গেছেন – বিধবা
৩৬. যার স্ত্রী মারা গেছেন – বিপত্নীক
৩৭. যার পুত্র নেই – অপুত্রক
৩৮. যা জলে চরে – জলচর
৩৯. যা স্থলে চরে – স্থলচর
৪০. যা আকাশে চরে – খেচর
৪১. যা জলে ও স্থলে চরে – উভচর
৪২. যা লাফিয়ে চলে – প্লবগ
৪৩. যা বারবার দুলছে – দোদুল্যমান
৪৪. যা বারবার ঘটছে – বারংবার
৪৫. যা ইচ্ছা করা যায় – ঐচ্ছিক
৪৬. যা ইচ্ছা করা যায় না – অনৈচ্ছিক
৪৭. যে মাটি ভেদ করে ওঠে – উদ্ভিদ
৪৮. যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
৪৯. চোখের সামনে – প্রত্যক্ষ
৫০. চোখের আড়ালে – পরোক্ষ
৫১. যিনি ব্যাকরণ জানেন – বৈয়াকরণ
৫২. যিনি বিচার করেন – বিচারক
৫৩. যিনি গান করেন – গায়ক
৫৪. যিনি অভিনয় করেন – অভিনেতা (পুরুষ)/অভিনেত্রী (নারী)
৫৫. যিনি জাদু দেখান – জাদুকর
৫৬. যে অন্যের অধীন – পরাধীন
৫৭. যে নিজের অধীন – স্বাধীন
৫৮. যা সহ্য করা কঠিন – দুঃসহ
৫৯. যা হতে পারে না – অসম্ভব
৬০. যা হতে চলেছে – ভাবী
৬১. যা নিন্দার যোগ্য – নিন্দনীয়
৬২. যা প্রশংসা করার যোগ্য – প্রশংসনীয়
৬৩. যা পূর্বে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
৬৪. যা মাটি খুঁড়ে পাওয়া যায় – প্রত্ন
৬৫. হাতির ডাক – বৃংহণ
৬৬. সিংহের ডাক – নাদ/গর্জন
৬৭. কোকিলের ডাক – কুহু/কূজন
৬৮. ময়ূরের ডাক – কেকা
৬৯. পাখির ডাক (সাধারণ) – কলরব/কূজন
৭০. যার কোনো শত্রু জন্মায়নি – অজাতশত্রু
৭১. যার যশ আছে – যশস্বী
৭২. যার বুদ্ধি কম – অল্পবুদ্ধি
৭৩. যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে – অযত্নলব্ধ
৭৪. যা কষ্টে অর্জন করা যায় – কষ্টার্জিত
৭৫. সকলের জন্য প্রযোজ্য – সর্বজনীন
৭৬. একই সময়ে বর্তমান – সমসাময়িক
৭৭. কোনো বিষয়ে যার আসক্তি নেই – অনাসক্ত
৭৮. যে বিষয়ে কোনো বিতর্ক নেই – নির্বিবাদ
৭৯. যা সহজে ভাঙা যায় না – অভেদ্য
৮০. যা বারবার শোনা যায় – শ্রুতিমধুর
৮১. যা শোনা যায় – শ্রাব্য
৮২. যা সহজে টপকানো যায় না – দুর্লঙ্ঘ্য
৮৩. যা করা অসম্ভব – অসাধ্য
৮৪. যা করার জন্য প্রস্তুত – উদ্যোগী
৮৫. যা কল্পনা করা যায় না – অকল্পনীয়
৮৬. যা পূর্বে ভোগ করা হয়নি – অভুক্ত
৮৭. যা জলে ও স্থলে চলে – উভচর
৮৮. যা হাতে তৈরি – হস্তশিল্প
৮৯. যে বিদেশে থাকে – প্রবাসী
৯০. বিদেশে থাকে যে নারী – প্রবাসিনী
৯১. একই মাতার সন্তান – সহোদর
৯২. দুইবার জন্মগ্রহণ করে যে – দ্বিজ (যেমন: পাখি, দাঁত)
৯৩. জানার ইচ্ছা – জিজ্ঞাসা
৯৪. জয়ের ইচ্ছা – জিগীষা
৯৫. বাঁচার ইচ্ছা – জিজিবিষা
৯৬. যুদ্ধ করার ইচ্ছা – যুদ্ধস্পৃহা/যুযুৎসা
৯৭. দমন করার ইচ্ছা – দিদমীসা
৯৮. পান করার ইচ্ছা – পিপাসা
৯৯. ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
১০০. ক্ষমার যোগ্য – ক্ষমার্হ
১০১. যাকে দমন করা যায় না – দুর্দমনীয়
১০২. যার অন্য উপায় নেই – অনন্যোপায়
১০৩. যার আকার নেই – নিরাকার
১০৪. যার উপমা নেই – নিরুপম
১০৫. যার দয়া নেই – নির্দয়
১০৬. যা কষ্টে নিবারণ করা যায় – দুর্নিবার
১০৭. যা নিবারণ করা যায় না – অনিবার্য
১০৮. যা ভেদ করা যায় না – দুর্ভেদ্য
১০৯. যা বিচার করা যায় না – অবিচার্য
১১০. যা চিরকাল স্থায়ী – চিরন্তন
১১১. যা ক্ষণকাল স্থায়ী – ক্ষণস্থায়ী
১১২. যা সহজে পাওয়া যায় না – দুষ্প্রাপ্য
১১৩. যা সহজে মরে না – দুর্মর
১১৪. যা সহজে মরে যায় – মরণশীল
১১৫. যা বচন বা প্রকাশের অতীত – অনির্বচনীয়
১১৬. যিনি সবকিছু জানেন – সর্বজ্ঞ
১১৭. যিনি সবার আগে হাঁকেন – অগ্রগামী
১১৮. যিনি সবার পরে হাঁকেন – অনুগামী
১১৯. যা আগুনে পোড়ে না – দাহ্য
১২০. যা আগুনে পোড়ানো যায় না – অদাহ্য
১২১. যে একবার মাত্র ফল দিয়ে মরে যায় – ওষধি
১২২. যে বৃক্ষ বহু বছর ধরে বাঁচে – বনস্পতি
১২৩. যা পূর্বে দেখা যায়নি – দৃষ্টপূর্ব
১২৪. যা পূর্বে শোনা যায়নি – শ্রুতপূর্ব
১২৫. যে নিজে পথ তৈরি করে – পথপ্রদর্শক
১২৬. যে অন্যের মন আকর্ষণ করে – মনোমুগ্ধকর
১২৭. যা সহজে অতিক্রম করা যায় না – দুস্তর
১২৮. যা অতিক্রম করা যায় না – অনতিক্ৰমণীয়
১২৯. যা ভেদ করা যায় – ভেদ্য
১৩০. যা বিচার করে দেখা হয়নি – অবিবেচিত
১৩১. যিনি ধর্ম জানেন – ধার্মিক
১৩২. যিনি বিদ্যালাভ করেছেন – বিদ্যান
১৩৩. যিনি কথা বলতে পারেন না – মূক
১৩৪. যা কষ্টে সাধন করা যায় – দুঃসাধ্য
১৩৫. যা সাধন করা যায় না – অসাধ্য
১৩৬. যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
১৩৭. যা থেকে কোনো কিছু সৃষ্টি হয় – উৎপত্তিস্থল
১৩৮. যা বার বার জিজ্ঞাসা করা হয়েছে – জিজ্ঞাসিত
১৩৯. যা পূর্বে কখনো ঘটেনি – পূর্বাপর
১৪০. যা জলের মতো স্বচ্ছ – জলবৎ
১৪১. যার প্রতি মনোযোগ নেই – অমনোযোগী
১৪২. যার প্রতি মনোযোগ আছে – মনোযোগী
১৪৩. যে জমিতে ফসল ফলে না – ঊষর
১৪৪. যে জমিতে প্রচুর ফসল ফলে – উর্বরা
১৪৫. যার বিশেষত্ব নেই – সাধারণ
১৪৬. যার দুই দিক – উভয়
১৪৭. যা বারবার আসে – পুনরাবৃত্ত
১৪৮. যা বারবার যায় – তিরোভাব
১৪৯. যা বার বার আসে ও যায় – আসা-যাওয়া
১৫০. যা নষ্ট হয় না – অবিনশ্বর
১৫১. যা পঁচিশে পূর্ণ – পঁচিশ
১৫২. যা দশ-এ পূর্ণ – দশক
১৫৩. যার দুটি মাত্রা – দ্বিমাত্রিক
১৫৪. যার তিনটি মাত্রা – ত্রিমাত্রিক
১৫৫. যা কষ্টে অতিক্রম করা যায় – দুষ্পার
১৫৬. যা সহজে অতিক্রম করা যায় – সুপারের
১৫৭. সকলের সম্মুখে – প্রকাশ্যে
১৫৮. সকলের পিছনে – নেপথ্যে
