Model MCQs on ব্যাংক ও মুদ্রা, Class 10,Bengali Medium

Model MCQs on ব্যাংক ও মুদ্রা, Bengali Medium

I. চলিত আমানতে (Current deposit) সঞ্চয়কারী যে-কোনো সময় চেকের মাধ্যমে সঞ্চয় বের করতে পারে।
II. স্থায়ী আমানত (Fixed deposits) তুলতে হলে আমানতকারীকে আগে থেকে ব্যাঙ্ককে জানাতে হবে।
III. সঞ্চয় আমানতের ক্ষেত্রে জমার সমস্ত অংশই অগ্রিম অনুমতি ছাড়া তোলা যায়।
কোন/কোনগুলি সঠিক?
A. কেবল I
B. কেবল I ও II
C. কেবল II ও III
D. I, II এবং III
২২. বাণিজ্যিক ব্যাঙ্ক কীভাবে ঋণ মুদ্রা (Credit Money) সৃষ্টি করে?
I. সঞ্চয়কারী ব্যাঙ্কে যে পরিমাণ সঞ্চয় জমা রাখে তা প্রাথমিক বা নিষ্ক্রিয় আমানত।
II. ব্যাঙ্ক প্রাথমিক আমানতের একটি অংশ জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে।
III. ঋণ প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে শেষ পর্যন্ত মুদ্রার পরিমাণ হ্রাস পায়।
কোন/কোনগুলি সঠিক?
A. কেবল I
B. কেবল II ও III
C. কেবল I ও II
D. I, II এবং III
২৩. ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (Regional Rural Bank – RRB) স্থাপনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল?
I. দরিদ্র গ্রামবাসীদের সুদের বোঝা থেকে পরিত্রাণ করা।
II. গ্রাম্য সঞ্চয় ব্যয় করা।
III. কেবল দীর্ঘকালীন ঋণ প্রদান করে ব্যাঙ্কের সঞ্চয় সুরক্ষিত রাখা।
কোন/কোনগুলি সঠিক?
A. কেবল I
B. কেবল II ও III
C. কেবল I ও II
D. I, II এবং III
২৪. নাবার্ড (NABARD) সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন:
I. এটি ১৯৮২ সালে স্থাপিত হয়।
II. এটি গ্রামাঞ্চলে বিনিয়োগ ও উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলির জন্য শীর্ষ বিত্ত যোগানকারী প্রতিষ্ঠান।
III. গ্রাম্য ঋণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক যে সমস্ত কার্য সম্পাদন করত, সেই সমস্ত কার্য নাবার্ডে হস্তান্তর করা হয়েছে।
কোন/কোনগুলি সঠিক?
A. কেবল I
B. কেবল II ও III
C. কেবল I ও III
D. I, II এবং III
২৫. ব্যাঙ্ক-বিহীন বিত্ত প্রতিষ্ঠান (Non-Banking Financial Institutions) কোন দিক দিয়ে ব্যাঙ্ক থেকে পৃথক?
I. এরা সঞ্চয়কারীর কাছ থেকে সঞ্চয় বা আমানত সংগ্রহ করে।
II. এরা চেকের যোগান দেয় না, তাই চেকের মাধ্যমে জমানো ধন তোলা যায় না।
III. এগুলিতে জমাকারীর সঞ্চয়ের বীমা পরিকল্পনা থাকে না।
কোন/কোনগুলি সঠিক?
A. কেবল I
B. কেবল I ও II
C. কেবল II ও III
D. I, II এবং III

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *