Chapter-8 জীব ও জীবেরবৈশিষ্ট্য সমূহ, Class 6, SEBA ,Questions & Exercises

Chapter-8 জীব ওজীবেরবৈশিষ্ট্য সমূহ

1.নিচে দেওয়া কোনটি বৃদ্ধি হয় না?

(a) গাছ (b) সাইকেল (c) বাচ্চা (d) প্রজাপতি

Ans. সাইকেল

  1. বীজের অঙ্কুরণে নীচে দেওয়া কোল্টির প্রয়োজন হয় না?
  • আলো
  • প্রয়োজনীয় উষ্ণতা
  • সার
  • জল

Ans . সার

  1. মাছে কীসের সহায়তায় জলে সাঁতারকাটে?
  • পাখনা
  • ল্যাজ
  • পাখা
  • পা

Ans. পাখনা

  1. নীচের কোন্ প্রাণীটি স্থল এবং জল উভয়স্থানে থাকতে পারে?
  • মাছ
  • ব্যাং
  • শিয়াল
  • তিমিমাছ

Ans .ব্যাঙ

 

  1. নিচের কোন্ গাছটির পাতা স্পর্শ করলে ভাঁজ খেয়ে যায়?
  • আমলকী
  • কলসউদ্ভিদ
  • লজ্জাবতী লতা
  • সূর্যমুখী ফুল

Ans. লজ্জাবতী লতা

  1. মশা কোথায় ডিম পাড়ে
  • জলে
  • পাতার নীচে
  • মাটিতে
  • নদীতে

Ans. জলে

  1. ব্যাঙাচিতে কী থাকে
  • পা এবং ফুলকা
  • ল্যাজ এবং ফুলকা
  • ফুসফুস এবং ল্যাজ
  • কেবল ফুলকা

Ans. লেজ ওফুলকা

8.A অংশের সঙ্গে B অংশ মিলাও:-

স্তম্ভ A স্তম্ভ B
a.    ফুলফোটা

b.    রেচনকার্য

c.    কাণ্ড

d.    শ্বাসপ্রশ্বাস

A.দেহেরভিতরএবংবাহিরেবায়ুরআদানপ্রদান

B. উপর দিকেবৃদ্ধিহয়।

C. শরীর থেকে জল এবং খনিজ লবণ নিষ্কাশিত হওয়া

D. উদ্ভিদের চলন

Ans. a.ফুলফুটা- D.উদ্ভিদের চলন

b.রেচনকার্য-C.শরীর থেকে জল এবং খনিজ লবণ নিষ্কাশিত হওয়া

c.কান্ড-B.উপর দিকে বৃদ্ধি হয়

d.শ্বাস প্রশ্বাস-A.দেহের ভিতর এবং বাহিরে বায়ুর আদান প্রদান

  1. উপযুক্তশব্দদিয়েশূন্যস্থানপূর্ণকরো (Fill in the Blanks with Appropriate Words)
    (a) বীজেরভিতরেথাকাছোটোভ্রূণথেকেএকটিপূর্ণাঙ্গগাছহয়।
    (b) সকল জীব উদ্দীপক– এরপ্রতিসাড়াদেয়।
    (c)পিউপা পূর্ণাঙ্গ মশায় পরিবর্তিত হয়।
    (d) পাখি উড়তে পারে, সেটা হলোজীব-এর একটি বৈশিষ্ট।
    (e) সময়ের সাথে সাথে জীবের বৃদ্ধি হয়।
    (f) মশা ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায়।
    (g) ব্যাং একটি উভচর প্রাণী।
    10. ব্যাঙের জীবনচক্রে থাকা স্তরসমূহ শুদ্ধক্রমে লেখো (Write the Stages of the Frog’s Life Cycle in the Correct Order)
    Ans.(a) ডিম → ব্যাঙাচি → ছোটোপাগাজানোব্যাঙ → পূর্ণাঙ্গব্যাঙ।
    11. পূর্ণাঙ্গ ব্যাঙ কীসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়? ফুসফুস না ফুলকা? (What does a full-grown frog use to breathe? Lungs or gills?)
    Ans.পূর্ণাঙ্গ ব্যাঙ ফুসফুস এবং ত্বক (চামড়া)-এর সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়। (ব্যাঙাচি (Tadpole) অবস্থায় এটি ফুলকা ব্যবহার করে।)
    12. জীবের মূল তিনটি বৈশিষ্ট্য কীকী? (What are the three main characteristics of living beings?)
    Ans.জীবের মূল তিনটি বৈশিষ্ট্য হলো:
    * শ্বাস-প্রশ্বাস (Respiration): শ্বাস-প্রশ্বাস নেওয়া।
    * চলন/সাড়া দেওয়া (Movement/Response): নড়াচড়া করা এবং উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া।
    * বংশ বৃদ্ধি/প্রজনন (Reproduction): নিজেদের মতো নতুন জীব সৃষ্টি করা।
    (অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: বৃদ্ধি, পুষ্টি/খাদ্যগ্রহণ, রেচন)
    13. বহুপ্রাণীর মতো একটি গাড়ি চলনক্ষম হওয়া সত্ত্বেও সেটাকে জড় বলে গণ্য করা হয় কেন? দুটি কারণ দাও। (Why is a car considered non-living even though it can move like many animals? Give two reasons.)
    Ans.একটি গাড়ি চলনক্ষম হওয়া সত্ত্বেও সেটাকে জড় (Non-living) বলার দুটি কারণ:
    * বংশবৃদ্ধি ও বৃদ্ধিনেই: গাড়ির জীবের মতো বংশ বৃদ্ধি করার বা অভ্যন্তরীণভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা নেই।
    * শ্বাস-প্রশ্বাস, পুষ্টি বা রেচন নেই: গাড়িশ্বাস-প্রশ্বাস নেয় না, খাদ্যগ্রহণ করে না (তেল/পেট্রোল তার খাদ্য নয়, জ্বালানি মাত্র) এবংজীবন্তপ্রাণীর মতো বর্জ্য (রেচন) ত্যাগ করেনা।
    14. জীবের জন্য বংশ বৃদ্ধির প্রয়োজন কেন? (Why is reproduction necessary for living beings?)
    Ans.জীবের জন্য বংশ বৃদ্ধির প্রয়োজন কারণ এটি প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে। বংশ বৃদ্ধির মাধ্যমেই প্রতিটি জীব তার অবর্তমানে নতুন প্রজন্ম সৃষ্টি করে, ফলে সেই প্রজাতির বিলুপ্তি ঘটেনা এবং পৃথিবীর জীববৈচিত্র্য বজায় থাকে।
    15. ব্যাঙেরজীবনচক্রেরবিভিন্নপর্যায়গুলিরনামলেখো। (Write the names of the different stages of the frog’s life cycle.)
    ব্যাঙেরজীবনচক্রেরবিভিন্নপর্যায়গুলিহলো:
    * ডিম (Egg)
    * ব্যাঙাচি (Tadpole)
    * ছোটোপাগাজানোব্যাঙ/ক্ষুদ্রব্যাঙ (Froglet)
    * পূর্ণাঙ্গব্যাঙ (Adult Frog)
    16. মশারজীবনচক্রেরছবিঅঙ্কনকরো। (Draw a picture of the mosquito’s life cycle.)
    Ans.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *