প্রাণী ও উদ্ভিদের পরিবহণ তন্ত্র, Chapter-11, Class -7, Science,SEBA
প্রাণী ও উদ্ভিদের পরিবহণ তন্ত্র, Chapter-11, Class -7, Science,SEBA
১) ‘ক’ অংশের সাথে ‘খ’ অংশের কাজগুলো মিলাও :-
উত্তর:
| ক অংশ | খ অংশ |
| (i) পত্র রন্ধ্র | (b) প্রস্বেদন |
| (ii) জাইলেম | (d) জল পরিবহণ |
| (iii) মূলরোম | (a) জল শোষণ |
| (iv) ফ্লোয়েম | (c) খাদ্য পরিবহন |
২) শূন্যস্থান পূর্ণ করো:
(i) ___ এর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের অন্যান্য অংশে পৌঁছায়।
উত্তর: ধমনী
(ii) হিমোগ্লোবিন ___ কোষে থাকে।
উত্তর: লোহিত রক্ত
(iii) ধমনী ও শিরার জালিকাকে ___ বলে।
উত্তর: কৈশিক নলিকা
(iv) হৃৎপিণ্ডের প্রসারণ ও সঙ্কোচনকে ___ বলে।
উত্তর: হৃৎস্পন্দন
(v) মানব দেহের প্রধান বর্জিত পদার্থ হল ___।
উত্তর: ইউরিয়া
(vi) ঘামে জল ও ___ থাকে।
উত্তর: লবণ
(vii) বৃক্ক শরীর থেকে তরল আকারে যে বর্জিত পদার্থ বের করে তাকে ___ বলে।
উত্তর: মুত্র
(viii) গাছের অনেক উপরে যে জল উঠে তা ___ প্রক্রিয়ার জন্য হয়।
উত্তর: প্রস্বেদন (শোষণ বল)
৩) শুদ্ধ উত্তরটি বেছে বের কর:-
(a) গাছে জল পরিবাহিত হয়-
(i) জাইলেম (ii) ফ্লোয়েম (iii) পত্ররন্ধ্র (iv) মূলরোম।
উত্তর: (i) জাইলেম
(b) মূলের দ্বারা জল শোষণের পরিমাণ বাড়ানো হয় যদি গাছকে রাখা হয়-
(i) ছায়াতে (ii) অতি কম আলোতে (iii) পাখার নীচে (iv) পলিথিন ব্যাগের দ্বারা ঢেকে
উত্তর: (iii) পাখার নীচে (কারণ প্রস্বেদন বাড়লে জল শোষণ বাড়ে)।
৪) প্রাণী বা উদ্ভিদের উপাদান সমূহের পরিবহন কেন প্রয়োজন ব্যাখ্যা করো।
উত্তর:
প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, জল এবং অক্সিজেনের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় উপাদানগুলো শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়ার জন্য পরিবহনের প্রয়োজন হয়। ঠিক তেমনি, কোষগুলোতে উৎপন্ন হওয়া বর্জিত পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়ার জন্যও পরিবহনের প্রয়োজন হয়।
৫) যদি রক্তে অনুচক্রিকা না থাকে তাহলে কী হবে?
উত্তর:
রক্তে অনুচক্রিকার উপস্থিতির জন্যই রক্ত জমাট বাঁধে। যদি রক্তে অনুচক্রিকা না থাকত, তবে শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তপাত বন্ধ হতো না, অর্থাৎ রক্ত জমাট বাঁধত না।
৬) পত্ররন্ধ্র কী? পত্ররন্ধ্রের দুটো কাজ উল্লেখ করো।
উত্তর:
পত্ররন্ধ্র: পত্ররন্ধ্র হলো পাতার উপরিভাগে থাকা সূক্ষ্ম ছিদ্র।
পত্ররন্ধ্রের দুটি কাজ:
* প্রস্বেদন: এই ছিদ্রের মাধ্যমে উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় জল বাষ্পীভূত করে।
* উদ্ভিদকে ঠাণ্ডা রাখা: প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।
৭) প্রস্বেদন গাছের কি কোন উপকার সাধন করে? ব্যাখ্যা করো।
উত্তর:
হ্যাঁ, প্রস্বেদন গাছের উপকার সাধন করে।
* শোষণ বল সৃষ্টি: পাতা থেকে জল বাষ্পীভূত হওয়ার ফলে একটি শোষণ বলের সৃষ্টি হয়, যা অনেক লম্বা গাছেও মূল থেকে পাতায় জল টেনে ওঠাতে পারে।
* ঠাণ্ডা রাখা: প্রস্বেদন উদ্ভিদকে ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।
৮) রক্তের উপাদানগুলো কী কী?
উত্তর:
রক্তের উপাদানগুলো হলো:
* প্লাজমা (রক্তের জলীয় অংশ)
* লোহিত রক্ত কণিকা (RBC)
* শ্বেত রক্ত কণিকা (WBC)
* অনুচক্রিকা (Platelets)
৯) শরীরের সব অংশে রক্তের দরকার আছে কি?
উত্তর:
হ্যাঁ, শরীরের সব অংশে রক্তের দরকার আছে। কারণ প্রত্যেক জীবেরই বাঁচার জন্য খাদ্য, জল ও অক্সিজেনের প্রয়োজন হয়, এবং রক্তই এই সমস্ত উপাদান ফুসফুস ও ক্ষুদ্রান্ত্র থেকে বহন করে শরীরের বিভিন্ন অংশের কোষে কোষে পৌঁছে দেয়।
১০) রক্তের রং কীসের জন্য লাল হয়?
উত্তর:
রক্তে লোহিত রক্ত কণিকা থাকে, যার মধ্যে হিমোগ্লোবিন নামে একটি লাল রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই রক্তের রং লাল হয়।
১১) হৃৎপিণ্ডের কার্য বর্ণনা করো।
উত্তর:
হৃৎপিণ্ড একটি পাম্পের মতো অঙ্গ যা অনবরত স্পন্দিত হয়ে রক্ত পরিচালনা করে। এর প্রধান কাজগুলি হলো:
* এটি শিরার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত রক্ত গ্রহণ করে।
* এই রক্তকে এটি ফুসফুসে পাঠায় (ক্লোম ধমনীর মাধ্যমে)।
* ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এটি পুনরায় গ্রহণ করে (ক্লোম শিরার মাধ্যমে)।
* এই অক্সিজেনযুক্ত রক্তকে এটি ধমনীর মাধ্যমে সারা শরীরে পাম্প করে ছড়িয়ে দেয়।
১২) শরীরের বর্জিত পদার্থ বের করার প্রয়োজন কি?
উত্তর:
হ্যাঁ, শরীরের বর্জিত পদার্থ বের করার প্রয়োজন আছে। কারণ আমাদের দেহের কোষগুলো যখন কাজ করে, তখন কতকগুলো বর্জিত পদার্থ নির্গত হয়। এই পদার্থগুলো বিষাক্ত হয়, তাই এগুলোকে শরীর থেকে বের করে দেওয়া অত্যন্ত প্রয়োজন।
১৩) মানবদেহের রেচনতন্ত্রের একটি চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো।
উত্তর:
মানবদেহের রেচনতন্ত্রের বিভিন্ন অংশ (চিত্র 11.6 অনুযায়ী):
* বৃক্ক (Kidney)
* মুত্রনলী (Ureter)
* মুত্রাশয় (Urinary bladder)
* মুত্রপথ (Urethra)
* প্রস্রাবদ্বার (Urinary Opening)
