
এখানে পাঠ-৮ দুর্যোগ ও আমরা, Class 5, Environment Chapter 8, SEBA, Bengali Medium
Next Chapter
অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগের নাম উল্লেখ করো।
উত্তর- প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগ হলো ভূমিকম্প , বন্যা এবং ভূমিস্খলন ।
(খ) কৃত্রিম বন্যায় কি ধরনের দুর্ঘটনা হতে পারে?
উত্তর- কৃত্রিম বন্যার ফলে শহরের নালা-নর্দমা দিয়ে বৃষ্টির জল ঠিকমতো প্রবাহিত হতে পারে না , যার ফলে এক পশলা বৃষ্টি হলেই বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ইত্যাদি প্লাবিত হয় ।
(গ) দাবানলের সৃষ্টি কীভাবে হয়?
উত্তর- দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে। যেমন, বজ্রপাত বনাঞ্চলে গাছে পড়লে আগুন লেগে দাবানলের সৃষ্টি করতে পারে । এছাড়া, কখনও দুটো পাথরের মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন আগুন বনাঞ্চলের শুকনো ডালে বা পাতায় লেগেও দাবানল হতে পারে ।
(ঘ) ভূমিস্খলন হওয়ার কারণগুলো লেখো।
উত্তর- ভূমিস্খলন হওয়ার কারণগুলো হলো- অবিরত বৃষ্টিপাত, ঝড়-বাতাস, বনানী ধ্বংসকরণ এবং খনন কার্য । এছাড়া, নদীর অতিরিক্ত জলের প্রবল স্রোতের ফলেও ভূমিস্খলন হতে পারে ।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশে মেলাও-
* ভূমিস্খলন – বিস্তৃতভাবে মাটি, বালি, পাথর ইত্যাদি খসে পড়ে।
* খরা – জলাশয়গুলো শুকিয়ে যায়।
* দাবানল – জঙ্গলে লাগা আগুন।
* ভূমিকম্প – পৃথিবীর উপরিভাগ হঠাৎ কেঁপে ওঠে।
* বন্যা – জলাশয়গুলো থেকে জল উপচে পড়ে।
৩। নীচে দেওয়া দুর্যোগগুলোর বিষয়ে সংক্ষেপে লেখো।
(ক) খরা
উত্তর- খরা এমন একপ্রকার দুর্যোগ যেখানে অনেকদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূ-পৃষ্ঠের ও ভূ-গর্ভের জলের উৎসগুলো শুকিয়ে যায় । মাটি শুকিয়ে তাতে ফাটল দেখা দেয় । জলের অভাবে কৃষক চাষ করতে পারে না, ফলে খাদ্য সামগ্রীর অভাব হয় এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে ।
(খ) ভূমিস্খলন
উত্তর- মাটির ওপরের স্তরের কোনো অংশ থেকে মাটি, শিলা, বালি ইত্যাদি বিস্তৃতভাবে খসে পড়লে তাকে ভূমিস্খলন বলে । এটি প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে হতে পারে । এর ফলে ঘর-বাড়ি, সম্পত্তি, শস্যখেত ইত্যাদি ধ্বংস হয়ে যেতে পারে ।
(গ) ভূমিকম্প
উত্তর- পৃথিবীর উপরিভাগ হঠাৎ কেঁপে উঠলে তাকে ভূমিকম্প বলে । এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা । ভূমিকম্পের ফলে মাটি ফেটে যেতে পারে, বাড়ি-ঘর ভেঙে যায়, নদীর গতিপথ বদলে যায় এবং কখনও বন্যা বা ভূমিস্খলনের সৃষ্টি হয় ।
৪। পার্থক্য লেখো-
(ক) খরা ও বন্যা।
উত্তর-
* খরা: খরা এমন একটি দুর্যোগ যেখানে অনেকদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে জলের উৎসগুলো শুকিয়ে যায় ।
* বন্যা: বন্যা হলো যখন অত্যধিক বৃষ্টিপাতের ফলে জলাশয়গুলো পরিপূর্ণ হয়ে যায় এবং সেই অতিরিক্ত জল পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ডুবিয়ে দেয় ।
(খ) প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ।
উত্তর-
* প্রাকৃতিক দুর্যোগ: এই দুর্যোগ সম্পূর্ণ প্রাকৃতিক কারণে সংঘটিত হয় । উদাহরণস্বরূপ, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ ।
* মানবসৃষ্ট দুর্যোগ: এই দুর্যোগ মানুষের অসাবধানতার ফলে সংঘটিত হয় । উদাহরণস্বরূপ, ঔদ্যোগিক দুর্ঘটনা একটি মানবসৃষ্ট দুর্যোগ ।
৫। শূন্যস্থান পূরণ করো-
(ক) ১৯৫০ সনে অসমে বড়ো ভূমিকম্প হয়েছিলো।
(খ) বনানীকরণের মাধ্যমে ভূমিস্খলন রোধ করতে পারি।
(গ) বজ্রপাত হয়ে প্রাকৃতিকভাবে জঙ্গলে আগুন লাগে।
(ঘ) বাঘজান তৈলক্ষেত্রের বিস্ফোরণ একটি ঔদ্যোগিক দুর্ঘটনা।
৬। দুর্যোগ বলতে কি বোঝো?
উত্তর- প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা যা ভয়াবহ রূপ নিয়ে মুহূর্তের মধ্যে পরিবেশের অভাবনীয় ক্ষতি করতে পারে, সেই ঘটনাগুলোকেই দুর্যোগ বলে ।
