পাঠ-১৬ আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ, Class-5

এখানে পাঠ-১৬ আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ, Class 5, Environment Chapter 16, SEBA, Bengali Medium

Next Chapter 

অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো।
উত্তর- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ হলো- অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম।
(খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তর- উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠী হলো-
* অসম: ডিমাসা, বোড়ো, কার্বি, আহোম, মিসিং, তিওয়া, রাভা ইত্যাদি।
* মেঘালয়: খাসিয়া, গারো, জয়ন্তিয়া।
* নাগাল্যান্ড: আঙ্গামি, সেমা, আও, রেংমা।
* মণিপুর: মণিপুরি, কুকি, কাবুই।
* সিকিম: লেপচা, নেপালি।
(গ) উত্তর-পূর্ব ভারতকে সাতবোনের দেশ কেনো বলা হয়?
উত্তর- অসম এবং তার প্রতিবেশী রাজ্যগুলি—অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা—এই মোট সাতটি রাজ্যকে একসঙ্গে ‘সাতবোনের দেশ’ বলা হয়।
(ঘ) উত্তর-পূর্ব ভারতের তিনটি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো।
উত্তর- উত্তর-পূর্ব ভারতের তিনটি স্বাস্থ্যকর এবং পর্যটন স্থান হলো:
* মেঘালয়ের শিলং (যাকে পাঠ্যপুস্তকে “স্বাস্থ্যকর স্থান” বলা হয়েছে)
* মেঘালয়ের বরাপানি (হ্রদ)
* অরুণাচল প্রদেশের তাওয়াং
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও
* অরুণাচল প্রদেশ – ইটানগর
* নাগাল্যান্ড – কোহিমা
* ত্রিপুরা – আগরতলা
* মণিপুর – ইম্ফল (পাঠ্যপুস্তকের সারণীতে মণিপুরের রাজধানী অনুপস্থিত, কিন্তু এটি সাধারণ জ্ঞান থেকে পূরণ করা হয়েছে)
* মিজোরাম – আইজল
৩। শূন্যস্থান পূরণ করো
(ক) মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
(খ) মণিপুর রাজ্যের লোকতাক হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
(গ) শিলং একটি স্বাস্থ্যকর স্থান।
(ঘ) চা উৎপাদনের ক্ষেত্রে অসম ভারতের মধ্যে প্রথম।
(ঙ) নংক্রেন খাসিয়াদের একটি উৎসবের নাম।
৪। নীচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো-
(ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
উত্তর- অশুদ্ধ। শুদ্ধ রূপ: বর্তমান নাগাল্যান্ড রাজ্য পূর্বে নাগাপাহাড় হিসাবে অসমের অঙ্গ ছিলো। (বিকল্পে: বর্তমান অরুণাচল প্রদেশকে আগে উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চল বলা হত।)
(খ) কার্বি আংলঙ জেলা সমভূমিতে গঠিত।
উত্তর- অশুদ্ধ। শুদ্ধ রূপ: কার্বি আংলঙ জেলা (কার্বি পাহাড়) কার্বি মালভূমির অন্তর্গত।
(গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
উত্তর- অশুদ্ধ। শুদ্ধ রূপ: অরুণাচল প্রদেশের উত্তর অঞ্চল হিমালয় পর্বতমালায় বেষ্টিত।
(ঘ) ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত।
উত্তর- অশুদ্ধ। শুদ্ধ রূপ: ত্রিপুরা রাজ্যটি পাহাড় (যেমন- জম্পুই পাহাড়, শাকান পাহাড়, লংতরাই পাহাড়) এবং সমভূমি (যেমন- পশ্চিম ত্রিপুরা সমভূমি) দ্বারা গঠিত।
(ঙ) মিজোরামে লোকতাক হ্রদ আছে।
উত্তর- অশুদ্ধ। শুদ্ধ রূপ: মণিপুর রাজ্যে লোকতাক হ্রদ আছে।
৫। কোন কোন রাজ্যকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়?
উত্তর- অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিম রাজ্যকে একসঙ্গে ‘উত্তর-পূর্ব ভারত’ বলা হয়।
৬। উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেনো তা লেখো।
উত্তর- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কারণ এই রাজ্যগুলির প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। এই অঞ্চল পাহাড়-পর্বত, মালভূমি, নদী-উপনদী, উপত্যকা, হ্রদ ইত্যাদিতে পরিপূর্ণ। এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন—মেঘালয়ের শিলং, বরাপানি হ্রদ ও জলপ্রপাত, অরুণাচল প্রদেশের তাওয়াং-এর বৌদ্ধ মন্দির, মণিপুরের লোকতাক হ্রদ এবং ত্রিপুরার উজ্জয়ন্ত রাজপ্রাসাদ পর্যটকদের আকর্ষণ করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *