পাঠ-১৫ আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি, Class 5,

পাঠ-১৫ আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি, Class 5, Environment Chapter 15, SEBA, Bengali Medium

Next Chapter 

অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) পাওয়ার টিলার কী?
উত্তর- পাওয়ার টিলার হলো একটি যন্ত্রচালিত লাঙল, যা দিয়ে মাটি চষা হয়।
(খ) শীতল ভান্ডার কী?
উত্তর- শীতল ভান্ডার হলো এমন একটি স্থান, যেখানে শাক-সবজির মতো পচনশীল সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়, যাতে அவை নষ্ট না হয়।
(গ) কেক ও বিস্কুট তৈরির জন্য কি কি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারি?
উত্তর- কেক ও বিস্কুট তৈরির জন্য আমরা বিদ্যুৎচালিত মাইক্রোওয়েভ ওভেন, রন্ধন গ্যাসের সাহায্যে কুকার অথবা খড়ির জ্বলন্ত টুকরো সহ সসপেন ব্যবহার করতে পারি।
(ঘ) কমপিউটারে কী কী কাজ করা হয়?
উত্তর- কমপিউটারে বিভিন্ন কাজ করা যায়, যেমন- ছবি আঁকা, টাইপ করে লেখা এবং তা প্রিন্টারের সাহায্যে ছেপে বের করা। ইন্টারনেটের সাহায্যে কমপিউটারে দেশ-বিদেশের খবর পাওয়া যায়, দূর-দূরান্তের লোকের সঙ্গে যোগাযোগ করা যায়, বিভিন্ন তথ্য লাভ করা যায় এবং রেল বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়।
(ঙ) প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করতে পারি?
উত্তর- প্রযুক্তির সাহায্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’অংশ মেলাও-
* কি-বোর্ড – লিখিত আকারে নির্দেশ পাঠাতে পারি।
* মাউস – মনিটরের কথাগুলো নিয়ন্ত্রণ করে কাজ করতে পারি।
* সিপিইউ – নির্দেশিত কাজগুলো করে এবং সংরক্ষণ করে রাখে।
* মনিটর – কাজ এবং কাজের ফলাফল দেখতে পাই।
৩। শুদ্ধ না অশুদ্ধ লেখো-
(ক) প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান উন্নত হয়েছে।
উত্তর- শুদ্ধ
(খ) ডাকযোগে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে।
উত্তর- অশুদ্ধ (ডাকযোগে চিঠি আদান-প্রদান হয়, কথা বলা হয় না।)
(গ) রেফ্রিজারেটরে খাদ্যবস্তু রাঁধতে পারি।
উত্তর- অশুদ্ধ (রেফ্রিজারেটরে খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়, রাঁধা হয় না।)
(ঘ) কমপিউটারের একটি প্রধান কাজ হলে যোগাযোগ স্থাপন।
উত্তর- শুদ্ধ
৪। সংক্ষিপ্ত টীকা লেখো-
(ক) মোবাইল ফোন
উত্তর- মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এর সাহায্যে পড়াশোনার তথ্য সংগ্রহ করা যায় এবং পাঠ্য বইয়ের কিউ আর কোড স্ক্যান করে পাঠের বিষয়টি সহজে বোঝা যায়। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ফোটো তোলা যায়। এছাড়া ইন্টারনেটের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই বৈদ্যুতিক বিল পরিশোধ করা এবং বিমান বা ট্রেনের টিকিট সংগ্রহ করা যায়।
(খ) ইন্টারনেট বা আন্তর্জাল
উত্তর- ইন্টারনেট হলো একটি বিশাল যোগাযোগ ব্যবস্থা, যা সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য কমপিউটারকে সংযুক্ত করে একটি জালের মতো তৈরি করেছে। এটি আধুনিক যুগের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, যা কৃত্রিম উপগ্রহের সাহায্যে সম্ভব হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই দেশ-বিদেশের খবর পেতে পারি, দূর-দূরান্তের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারি, বিভিন্ন তথ্য লাভ করতে পারি এবং রেল বা বিমানের সময়সূচি জেনে টিকিট সংগ্রহ করতে পারি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *