
এখানে পাঠ-১২ আমাদের দেশ, Class 5, Environment Chapter 12, SEBA, Bengali Medium
Next Chapter
১। উত্তর লেখো-
(ক) ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম।
উত্তর- ভারতবর্ষের সীমান্তে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো:
* উত্তর দিকে: নেপাল, ভূটান এবং চীন দেশ।
* পূর্বে: ম্যায়ানমার।
* পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে: পাকিস্তান ও আফগানিস্তান।
* দক্ষিণ দিকে: শ্রীলঙ্কা।
(খ) ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম।
উত্তর- ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থা হলো রাষ্ট্রীয় সড়কপথ (পথ পরিবহন), রেলপথ, জলপথ, আকাশ পথ এবং রশি-পরিবহন ব্যবস্থা।
(গ) ভারতের চারটি প্রধান নদীর নাম।
উত্তর- ভারতের চারটি প্রধান নদী হলো সিন্ধু, গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র।
(ঘ) ভারতের দুটি পর্বতের নাম।
উত্তর- ভারতের দুটি পর্বত হলো হিমালয় পর্বতমালা এবং বিন্ধ্য পর্বত।
(ঙ) ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম।
উত্তর- ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলো হলো- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, চণ্ডীগড় এবং লাদাখ।
(চ) আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম।
উত্তর- আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শ্রী নরেন্দ্র মোদী।
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মিলিয়ে লেখো।
* সিকিম – গ্যাংটক
* তামিলনাডু – চেন্নাই
* হরিয়ানা – চণ্ডীগড়
* ঝাড়খণ্ড – রাঁচি
* মহারাষ্ট্র – মুম্বাই
৩। শূন্যস্থান পুরণ করো
(ক) ভারতবর্ষে- ২৮ টি রাজ্য আছে।
(খ) গুয়াহাটি এবং দিল্লির মধ্যে- ১৯৮১- খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়।
(গ) ভারতে মোট ১২-টা প্রধান জাহাজ বন্দর আছে।
(ঘ) নতুন দিল্লি-ভারতের রাজধানী।
৪। ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো।
উত্তর- প্রাচীনকালে ‘ভরত’ নামে একজন খুব প্রতাপি রাজা এ দেশ শাসন করেছিলেন। অনেকের ধারণা যে, সেই ভরত রাজার নাম অনুয়ারী আমাদের দেশের নাম ‘ভারতবর্ষ’ হয়েছে।
৫। রাষ্ট্রীয় সংহতি বলতে কী বোঝো?
উত্তর- জাতি, বর্ণ, ভাষা, ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে দেশ ও দেশের জনগণের প্রতি যে সম্মান এবং সদ্ভাব দেখানো হয়, সেটাই হচ্ছে রাষ্ট্রীয় সংহতি।
৬। আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো।
উত্তর- এটি শিক্ষার্থীদের নিজেদের আঁকার জন্য একটি কাজ।
