
এখানে পাঠ-১১ আমাদের অনুষ্ঠান-প্রতিষ্ঠান, Class 5, Environment Chapter 11, SEBA, Bengali Medium
Next Chapter
অনুশীলনী
১। উত্তর লেখো-
(ক) বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য কি ব্যবস্থা হয়?
উত্তর- বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য রাঁধুনি দিদিরা থাকেন, যারা মধ্যাহ্ন ভোজন রান্না করেন এবং পরিবেশন করেন।
(খ) কোন প্রতিষ্ঠানে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে?
উত্তর- ব্যাঙ্কে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে।
(গ) রোগীদের কোন প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়?
উত্তর- রোগীদের চিকিৎসালয়ে চিকিৎসা করা হয়।
(ঘ) সমাজে শান্তি-শৃঙ্খলারক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়েছে।
উত্তর- সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার কাজে পুলিশকে নিয়োজিত করা হয়েছে।
(ঙ) যে কোনো চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তর- চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠান হলো- বিদ্যালয়, ব্যাঙ্ক, পুলিশ থানা এবং চিকিৎসালয়।
২। শূন্যস্থান পূরণ করো-
(ক) ছাত্র-ছাত্রীরা- বিদ্যালয়ে এ লেখা-পড়া শেখে।
(খ) পশু-পাখির চিকিৎসার জন্য পশু-চিকিৎসালয় আছে।
(গ) রাস্তাঘাটের যানবাহন পুলিশ নিয়ন্ত্রণ করে।
(ঘ) গ্রামের শাসন ব্যবস্থাকে পঞ্চায়েতীরাজ শাসন ব্যবস্থা বলে।
৩। পার্থক্য লেখো-সরকারি ও বেসরকারি চিকিৎসালয়
উত্তর-
* সরকারি চিকিৎসালয়: সরকারি চিকিৎসালয়গুলো সরকারি খরচে চলে। এই চিকিৎসালয়গুলোতে রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ যোগানের ব্যবস্থা আছে।
* বেসরকারি চিকিৎসালয়: বেসরকারি চিকিৎসালয়গুলো একজন বা কয়েকজন ব্যক্তি মিলে পরিচালনা করেন।
৪। সংক্ষেপে টীকা লেখো-
(ক) পঞ্চায়তীরাজ শাসন ব্যবস্থা
উত্তর- গ্রাম অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের দেশে গ্রামগুলোতে যে নিজস্ব শাসন ব্যবস্থা প্রচলন করা হয়েছে, তাকে পঞ্চায়েতীরাজ শাসন ব্যবস্থা বলে। এই ব্যবস্থায়, গ্রামবাসীরা (যাদের বয়স আঠারো বছর বা তার বেশি) ভোট দিয়ে পাঁচ বছরের জন্য কয়েকজন সদস্য এবং একজন সভাপতি নির্বাচিত করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজগুলো হলো রাস্তা-ঘাট নির্মাণ ও মেরামত করা, পানীয় জলের ব্যবস্থা করা, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির উন্নতির জন্য কাজ করা এবং এলাকার উন্নয়নের জন্য বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রস্তুত করা।
(খ) সমবায়
উত্তর- কয়েকজন মানুষ (অতি কম করেও দশজন) সঙ্ঘবদ্ধভাবে যখন তাদের সবার উন্নয়ন বা আর্থিক লাভালাভের জন্য কাজ করে, সেই ব্যবস্থাটিকে সমবায় বলে। সমবায় “সবাই সবার জন্য কাজ করার” নীতিতে চলে। আমাদের দেশে দুধ, কাপড় ইত্যাদি বহু ব্যবসা এবং ছোট-বড় অনেক উদ্যোগ সমবায় ভিত্তিতে চলছে।
(গ) আত্মসহায়ক গোষ্ঠী। (পাঠ্যপুস্তকে ‘স্বনির্ভর গোষ্ঠী’ হিসাবে উল্লেখ আছে)
উত্তর- আজকাল গ্রামগুলোতে মহিলারা মিলে স্বনির্ভর গোষ্ঠী (বা আত্মসহায়ক গোষ্ঠী) গঠন করছেন। গ্রামের গরীব শ্রেণির পরিবারগুলো এই গোষ্ঠী থেকে ঋণ নিতে পারে। এই গোষ্ঠীর মাধ্যমে অনেক মহিলা বিভিন্ন সামগ্রী উৎপাদন করে বিক্রি করার ব্যবস্থা করেন এবং এভাবে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন।
৫। শুদ্ধ উত্তরটি বেছে বের করো-
(ক) সমাজে শান্তি-শৃঙ্খলারক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়?
১। চিকিৎসক
২। নার্স
৩। পুলিশ
৪। শিক্ষক
উত্তর- ৩। পুলিশ
(খ) পশু-পাখিদের চিকিৎসার প্রতিষ্ঠান-
১। সরকারি চিকিৎসালয়
২। পশু-চিকিৎসালয়
৩। সমবায়
৪। বেসরকারি চিকিৎসালয়
উত্তর- ২। পশু-চিকিৎসালয়
