“জীব এবং জীবের বৈশিষ্ট্যসমূহ”, Chapter -8, Science, Class-6 ,SEBA
অনুশীলনী
শুদ্ধ উত্তরের গোল বৃত্তটি কালি দিয়ে পূর্ণকরো।
1. নীচে দেওয়া কোন্টির বৃদ্ধি হয় না?
(a) গাছ
(b) সাইকেল
(c) বাচ্চা
(d) প্রজাপতি
উত্তর: (b) সাইকেল (কারণ সাইকেল একটি জড় পদার্থ, জড় পদার্থের বৃদ্ধি হয় না)।
2. বীজের অঙ্কুরণে নীচে দেওয়া কোন্টির প্রয়োজন হয় না?
(a) আলো
(b) প্রয়োজনীয় উষ্ণতা
(c) সার
(d) জল
উত্তর: (c) সার (বীজের অঙ্কুরণের জন্য উপযুক্ত পরিমাণ বায়ু, জল এবং আলোর প্রয়োজন হয়, কিন্তু সারের প্রয়োজন হয় না)।
3. মাছে কীসের সহায়তায় জলে সাঁতার কাটে?
(a) পাখনা
(b) ডানা
(c) ল্যাজ
(d) পা
উত্তর: (a) পাখনা (মাছ পাখনার সাহায্যে জলে সাঁতার কাটে)।
4. নীচের কোন্ প্রাণীটি স্থল এবং জল উভয়স্থানে থাকতে পারে?
(a) মাছ
(b) ব্যাং
(c) শিয়াল
(d) তিমি মাছ
উত্তর: (b) ব্যাং (ব্যাং একটি উভচর প্রাণী, যা জল এবং স্থল উভয়স্থানেই থাকতে পারে)।
5. কোন গাছটির পাতা স্পর্শ করলে ভাঁজ খেয়ে যায়?
(a) আমলকী
(b) সূর্যমুখী ফুল
(c) লজ্জাবতী লতা
(d) কলস উদ্ভিদ
উত্তর: (c) লজ্জাবতী লতা (লজ্জাবতী লতার পাতা ছুঁয়ে দিলে গুটিয়ে যায়)।
6. মশা কোথায় ডিম পাড়ে?
(a) জলে
(b) পাতার নীচে
(c) মাটিতে
(d) নদীতে
উত্তর: (a) জলে (মশা জমা জলে বা আবদ্ধ জলে ডিম পাড়ে)।
7. ব্যাঙাচিতে কী থাকে?
(a) পা এবং ফুলকা
(b) ল্যাজ এবং ফুলকা
(c) ফুসফুস এবং ল্যাজ
(d) কেবল ফুলকা
উত্তর: (b) ল্যাজ এবং ফুলকা (ব্যাঙাচি দেখতে ছোটো মাছের মতো হয়, এদের ল্যাজ থাকে যা সাঁতারে সাহায্য করে এবং এরা ফুলকার সাহায্যে শ্বাসপ্রশ্বাস লয়)।
8. A স্তম্ভের সাথে B স্তম্ভ মিলিয়ে নাও
| স্তম্ভ-A | স্তম্ভ-B |
উত্তর:
* (a) ফুল ফোটা — (iv) উদ্ভিদের চলন (ফুল ফোটা উদ্ভিদের চলনের একটি উদাহরণ)।
* (b) রেচন কার্য — (iii) শরীর থেকে জল এবং খনিজ লবণ নিষ্কাশিত হওয়া (দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের হওয়ার প্রক্রিয়াকে রেচন বলে)।
* (c) কাণ্ড — (ii) ওপর দিকে বৃদ্ধি হয় (উদ্ভিদের কাণ্ড ওপরের দিকে বা আলোর দিকে বৃদ্ধি পায়)।
* (d) শ্বাসপ্রশ্বাস — (i) দেহের ভিতর এবং বাহিরে বায়ুর আদান প্রদান (শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় বায়ু দেহের ভিতরে ঢোকে এবং ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়)
9. উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো-
(a) বীজের ভিতরে থাকা ছোটো ভ্রূণ-থেকে একটি পূর্ণাঙ্গ গাছ হয়।
(b) সকল জীব উদ্দীপকের প্রতি সাড়া দেয়।
(c) পিউপা পূর্ণাঙ্গ মশায় পরিবর্তিত হয়।
(d) পাখি উড়তে পারে, সেটা হলো এর একটি চলন বৈশিষ্ট্য।
(e) সময়ের সাথে সাথে জীবের বৃদ্ধি হয়।
(f) মশা ডেংগু এবং ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায়। (চিকুনগুনিয়াও সঠিক)
(g) ব্যাং একটি উভচর প্রাণী।
10. ব্যাঙের জীবনচক্রে থাকা স্তরসমূহ শুদ্ধ ক্রমে লেখো।
(a) ডিম- ব্যাঙাচি ছোটো পা গাজানো ব্যাং ব্যাং।
(b) ব্যাঙাচি – ডিম ব্যাং ছোটো পা গাজানো ব্যাং।
(c) ডিম- ছোটো পা গাজানো ব্যাং ব্যাঙাচি – ব্যাং।
(d) ব্যাঙাচি ছোটো পা গাজানো ব্যাং- ডিম- ব্যাং।
উত্তর: (a) ডিম- ব্যাঙাচি ছোটো পা গাজানো ব্যাং ব্যাং।
11. পূর্ণাঙ্গ ব্যাং কীসের সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়? ফুসফুস না ফুলকা?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাং ফুসফুস-এর সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়। (ব্যাঙাচি অবস্থায় ফুলকার সাহায্যে শ্বাস নিলেও, পূর্ণাঙ্গ হওয়ার সময় ফুলকার বিলোপ ঘটে এবং ফুসফুস গঠিত হয়)।
12. জীবের মূল তিনটি বৈশিষ্ট্য কী কী?
উত্তর: জীবের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মূল তিনটি বৈশিষ্ট্য হলো:
* বৃদ্ধি: জীবের শরীরের আকার সময়ের সাথে সাথে বাড়ে।
* শ্বসন (শ্বাস নেওয়া): সকল জীব বেঁচে থাকার জন্য শ্বাসকার্য চালায়।
* বংশবৃদ্ধি (প্রজনন): জীবেরা নিজেদের মতো নতুন জীবের জন্ম দেয়।
(অন্যান্য প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: চলন, খাদ্যগ্রহণ, রেচন, উদ্দীপনার প্রতি সাড়া দেওয়া বা সংবেদনশীলতা, এবং মৃত্যু)।
13. বহু প্রাণীর মতো একটি গাড়ি চলনক্ষম হওয়া সত্ত্বেও সেটাকে জড় বলে গণ্য করা হয় কেন? দুটি কারণ দাও।
উত্তর: গাড়ি চলনক্ষম হলেও এটি জড় পদার্থ, কারণ:
* গাড়ি নিজে থেকে চলতে পারে না, এটিকে চালানোর জন্য মানুষের প্রয়োজন হয়। কিন্তু জীবেরা নিজে থেকে নড়াচড়া বা চলন করতে পারে।
* গাড়ির কোনো অনুভূতি নেই, এটির বৃদ্ধি হয় না, এটি শ্বাসপ্রশ্বাস, রেচন বা বংশবৃদ্ধি করতে পারে না, যা জীবের অপরিহার্য বৈশিষ্ট্য।
14. জীবের জন্য বংশবৃদ্ধির প্রয়োজন কেন?
উত্তর: জীবের বংশের ধারাবাহিকতা রক্ষা করার জন্য বংশবৃদ্ধির (বা প্রজননের) প্রয়োজন হয়।
15. ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন পর্যায়গুলির নাম লেখো।
উত্তর: ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন পর্যায়গুলি হলো: ডিম, ব্যাঙাচি, ছোটো ব্যাং (বা ছোটো পা গজানো ব্যাং), এবং পূর্ণাঙ্গ ব্যাং।
16. মশার জীবনচক্রের ছবি অঙ্কন করো।
উত্তর: (এটি একটি অঙ্কন কার্য।) মশার জীবনচক্রের চারটি পর্যায়—ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ মশা—বইয়ের চিত্র 8.10 -এ দেখানো হয়েছে। সেই অনুযায়ী ছবিটি আঁকতে হবে।
