কোষ – গঠন ও কার্য ,Chapter -8, Science, Class-8 ,SEBA

কোষ – গঠন ও কার্য ,Chapter -8, Science, Class-8 ,SEBA

কোষ – গঠন ও কার্য ,Chapter -8, Science, Class-8 ,SEBA

অনুশীলনী (Excercises)
১) নীচের বাক্যগুলো সত্য (স) না মিথ্যা (মি) বলো।
(a) এককোষী প্রাণীর মাত্র একটি কোষ থাকে।
উত্তর: সত্য (স)
(b) পেশীর কোষগুলো শাখা যুক্ত।
উত্তর: মিথ্যা (মি) (পেশী কোষগুলো সাধারণত টাকু আকৃতির (Spindle shape), শাখা যুক্ত নয়; স্নায়ু কোষ শাখা যুক্ত হয়।)
(c) একটি প্রাণীর জীবিত থাকার মূল উপাদানের একক হচ্ছে অঙ্গ।
উত্তর: মিথ্যা (মি) (জীবিত প্রাণীর মৌলিক গঠনের আধার বা একক হলো কোষ (Cell)।)
(d) অ্যামিবার আকৃতি ভিন্ন ভিন্ন।
উত্তর: সত্য (স)
২) মানবদেহের স্নায়ুকোষের চিত্র অংকন করো।
উত্তর:
স্নায়ুকোষের একটি লম্বা শাখাযুক্ত কাঠামো থাকে।


৩) নীচের বিষয়ের উপর টীকা লিখো-
(a) কোষপ্ররস (Cytoplasm)
উত্তর:
কোষপ্ররস হলো একটি জেলি-সদৃশ উপাদান যা কোষ আবরণ এবং কোষকেন্দ্রের মধ্যে অবস্থিত। কোষের বিভিন্ন অংশ বা কোষাংগ (Cell Organelles), যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজম ইত্যাদি, এই কোষপ্ররসের মধ্যে ভাসমান থাকে। কোষকেন্দ্র (নিউক্লিয়াস) এবং কোষপ্ররস একত্রে জীবিত কোষের সম্পূর্ণ অন্তঃবস্তু গঠন করে, যাকে প্রটোপ্লাজম (Protoplasm) বলা হয়।

(b) কোষকেন্দ্র (Nucleus)
উত্তর:
কোষকেন্দ্র জীবিত কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কোষের কার্যকলাপের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে কাজ করে। এটি সাধারণত গোলাকৃতি এবং কোষের কেন্দ্রে অবস্থিত।
* কোষকেন্দ্রীয় আবরণ (Nuclear Membrane): কোষকেন্দ্র একটি আবরণ দ্বারা কোষপ্ররস থেকে আলাদা থাকে, যাকে কোষকেন্দ্রীয় আবরণ বলে। এই আবরণটি ছিদ্রযুক্ত, যা কোষপ্ররস ও কোষকেন্দ্রের মধ্যে বস্তুর যাতায়াতে সাহায্য করে।
* অতি কোষকেন্দ্র (Nucleolus): কোষকেন্দ্রের মধ্যে একটি ক্ষুদ্র গোলাকার অংশ দেখা যায়, যাকে অতি কোষকেন্দ্র বলে।
* ক্রোমোজম (Chromosome): কোষকেন্দ্রে সুতোর মতো আকৃতির ক্রোমোজম থাকে। এগুলি জিন (Gene) বহন করে, যা বংশানুক্রমিক ভাবে পিতামাতা থেকে সন্তানের মধ্যে স্বভাব চরিত্র উত্তরাধিকার সূত্রে পেতে সাহায্য করে। ক্রোমোজম কেবলমাত্র কোষ বিভাজনের (Cell Division) সময় দেখতে পাওয়া যায়।

৪) কোষের কোন অংশ কোষাঙ্গ থাকে?
উত্তর:
কোষের কোষপ্ররস বা সাইটোপ্লাজম (Cytoplasm)-এর মধ্যে ছোট উপাদানগুলি বা কোষাংগ (Cell Organelles) যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজম ইত্যাদি বর্তমান থাকে।

৫) প্রাণী ও উদ্ভিদের কোষের চিত্র অংকন করো। তিনটি পার্থক্য উল্লেখ করো।
উত্তর:
চিত্র:

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তিনটি পার্থক্য (Three Differences between Plant Cell and Animal Cell):
কোষ প্রাচীর (Cell Wall) — উদ্ভিদ কোষে থাকে (কোষ আবরণের বাইরে একটি মোটা স্তর থাকে), কিন্তু প্রাণী কোষে থাকে না।
প্লাস্টিড (Plastids) — উদ্ভিদ কোষে থাকে (যেমন সবুজ ক্লোরোপ্লাস্ট), কিন্তু প্রাণী কোষে থাকে না।
রসধানী (Vacuole) — উদ্ভিদ কোষে সাধারণত একটি বড় কেন্দ্রীয় রসধানী থাকে, আর প্রাণী কোষে ছোট ছোট রসধানী থাকে বা অনুপস্থিত থাকে।

৬) ইউকেরিয়োটিক বা প্রকোষকেন্দ্রীয় এবং প্রকেরিয়োটিক বা সংকোষকেন্দ্রীয় কোষের মধ্যে পার্থক্য কী?
উত্তর:
কোষকেন্দ্রীয় আবরণ — প্রকোষকেন্দ্রীয় কোষে কোষকেন্দ্রের আবরণ থাকে না, আর সংকোষকেন্দ্রীয় কোষে কোষকেন্দ্রের আবরণ থাকে।
কোষকেন্দ্র — প্রকোষকেন্দ্রীয় কোষে কোষকেন্দ্র অব্যবস্থিত থাকে, অর্থাৎ সুসংগঠিত নয়; সংকোষকেন্দ্রীয় কোষে কোষকেন্দ্র সুসংগঠিত ও আবরণযুক্ত থাকে।
উদাহরণ — প্রকোষকেন্দ্রীয় কোষের উদাহরণ ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল; সংকোষকেন্দ্রীয় কোষের উদাহরণ পেঁয়াজ কোষ, গাল কোষসহ ব্যাকটেরিয়া ও সবুজ শৈবাল ছাড়া অন্যান্য সব প্রাণী।

৭) কোষের কোথায় ক্রমোজম দেখা যায়?
উত্তর:
কোষের কোষকেন্দ্র (Nucleus)-এর মধ্যে সুতোর মতো আকৃতির ক্রমোজম দেখা যায়।

৮) ‘কোষ জীবিত প্রাণীর গঠন আকারের একক’। ব্যাখ্যা করো।
উত্তর:
জীবিত প্রাণীর গঠনের মৌলিক একক হলো কোষ (Cell)।
* যেমন একটি অট্টালিকা তৈরি করার জন্য ইট হলো মৌলিক একক, তেমনি প্রাণীদেহের গঠনের মৌলিক একক হলো কোষ।
* যদিও ইটের দেওয়াল এবং জীবিত প্রাণীর কোষের আকৃতি ও গঠন অনেক বেশি জটিল, তবুও কোষই হলো প্রাণীর মৌলিক গঠনের আধার (Basic Structural Unit)।
* প্রাণীদেহ কোষের সমষ্টি দিয়ে তৈরি। একই ধরনের অনেকগুলো কোষ একত্রিত হয়ে কলা (Tissues) তৈরি করে, এবং কলাগুলো পরবর্তীতে অঙ্গ (Organ)-এ পরিণত হয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করে। এইভাবে কোষই পর্যায়ক্রমে পুরো প্রাণীদেহ গঠন করে।

৯) উদ্ভিদের কোষে কেন ক্লোরোপ্লাষ্ট (Chloroplasts) দেখা যায় ব্যাখ্যা করো।
উত্তর:
উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট দেখা যাওয়ার মূল কারণ হলো সালোকসংশ্লেষণ (Photosynthesis) প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা।
* ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঙের প্লাস্টিড (Plastid)।
* এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল (Chlorophyll) বা পত্রহরিৎ নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে।
* এই ক্লোরোফিলই সালোকসংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান।
* উদ্ভিদের সবুজ অংশে (যেমন পাতা) অবস্থিত ক্লোরোপ্লাস্ট সূর্যের আলো ব্যবহার করে তাদের নিজেদের খাদ্য প্রস্তুত করে।

১০) নীচের লিখা ইঙ্গিতগুলো দিয়ে শব্দ হেঁয়ালি পূর্ণ করো।
| ক্রমিক নং | ইঙ্গিত | উত্তর |

| ১ (লম্ব ভাবে) | কোষকেন্দ্রে থাকা পাকানো সুতোর মত উপাদান | ক্রোমোজম (Chromosome) |
| ২ (লম্ব ভাবে) | পাতার কোষের সাইটোপ্লাজমে থাকা রঙীন পদার্থ | প্লাস্টিড (Plastid) |
| ৪ (লম্ব ভাবে) | সাইটোপ্লাজমে থাকা খালি জায়গা | রসধানী (Vacuole) |
| ৬ (লম্ব ভাবে) | জীবের অঙ্গ গঠন করা কোষের সমষ্টি | কলা (Tissue) |
| ৩ (অনুভূমিক দিকে) | কোষাবরণ এবং কোষকেন্দ্রের মধ্যে থাকা জেলীর মত দ্রব্য | কোষপ্ররস (Cytoplasm) |
| ৫ (অনুভূমিক দিকে) | কোষ আবিষ্কারক | হুক (Hooke) (রবার্ট হুক) |
শব্দ হেঁয়ালি পূরণ (Crossword Puzzle Solution):

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *