এসো উদ্যোক্তা হই , Class -10, SEBA,

এসো উদ্যোক্তা হই

এসো উদ্যোক্তা হই

প্রশ্নাবলি (Questions)

১। সংক্ষিপ্ত উত্তর দাও।

ক। দশম শ্রেণির শিক্ষক মহোদয়ের নাম কী?
Ans দশম শ্রেণির শিক্ষক মহোদয়ের নাম প্রকাশ গোস্বামী।

খ। শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কী?
Ans.শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি হল— একজন মানুষ কীভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

গ। একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান কোথায়?
Ans.একজন উদ্যোক্তা বা আন্ট্রেপিনিওর (Entrepreneur) এবং কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান হল আলস্য।

ঘ। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কী কী গুণ থাকা প্রয়োজন?
Ans.একজন সফল উদ্যোক্তা হতে গেলে সবার আগে চাই ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অপরাজেয় মনোভাব। এছাড়া সৃজনশীল মন এবং বিক্রি করার কৌশল (Marketing Skill) জানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঙ। কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথাটি বলা হয়েছিল?
Ans.কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে বলা হয়েছিল, “Eat cricket, sleep cricket, dream cricket, drink cricket।”

চ। নারায়ণ মূর্তি কে?
Ans.নারায়ণ মূর্তি হলেন ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি ভারতবর্ষ তথা বিশ্বের একজন নামজাদা সফল উদ্যোক্তা বা আন্ট্রেপিনিওর (Entrepreneur)।

ছ। বিজিত ক্লাসের মাস্টার মশাইকে উদ্যোক্তা সম্পর্কে কী বলেছিল?
Ans.বিজিত মাস্টার মশাইকে বলেছিল, উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ব্যবসায় আরম্ভ করেন। তিনি পরিষেবা বিক্রি করে নিজে জীবন নির্বাহ করেন, তা ছাড়া অন্যদেরও কর্মসংস্থান দিতে যিনি সক্ষম।

জ। প্রথম অবস্থায় উদ্যোক্তাকে কীসের জন্যে প্রস্তুত থাকতে হয়?
Ans.প্রথম অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকল প্রকার কাজই করতে হয় বা করার জন্যে প্রস্তুত থাকতে হয়।

ঝ। টমাস আলভা অ্যাডিসন ইলেক্ট্রিক বালব তৈরি করতে গিয়ে বার বার বিফল হয়ে কী বলেছিলেন?
Ans.টমাস আলভা অ্যাডিসন ইলেক্ট্রিক বালব তৈরি করতে গিয়ে বার বার বিফল হয়ে মন্তব্য করেছিলেন, “আমি বিফল হইনি, শুধু বুঝতে পারলাম যে কেবল ১০,০০০ ধরনে এটি কাজ করে না।”

২। বিস্তারিত উত্তর দাও।

ক। ‘উদ্যেগী পুরুষ সিংহের সমান, আলস্য কাপুরুষের নিশান।’— মাস্টার মশাই কেন এ কথা বলেছিলেন বুঝিয়ে বলো।
Ans.মাস্টার মশাই এই প্রচলিত কথাটি বলেছিলেন উদ্যোক্তা এবং কর্মহীন বেকারের মধ্যেকার মৌলিক পার্থক্য বোঝানোর জন্য। ‘উদ্যোগী পুরুষ সিংহের সমান’ অর্থাৎ সিংহের মতো উদ্যম ও বিক্রমের অধিকারী ব্যক্তি হলেন উদ্যোগী পুরুষ। একজন উদ্যোক্তা বা ‘আন্ট্রেপিনিওর’ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রবল উৎসাহ ও কর্মশক্তি নিয়ে কাজ করেন, যা তাঁকে সাফল্য এনে দেয়। অপরদিকে, কর্মহীন বেকারের পরিচয় হলো আলস্য, যা কাপুরুষতার লক্ষণ। আলস্যের কারণেই একজন ব্যক্তি উদ্যোগী হতে পারে না এবং কর্মহীন থাকে। মাস্টার মশাই বুঝিয়েছিলেন যে, একজন উদ্যোক্তা হওয়াটা সবচেয়ে সহজ কাজ, কিন্তু আলস্যই হলো সাফল্য ও ব্যর্থতার মধ্যকার প্রধান ব্যবধান।

খ। সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন?
Ans.সফল উদ্যোক্তা হওয়া কঠিন, কারণ সফল হতে গেলে সবার আগে ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অপরাজেয় মনোভাব এই গুণগুলি প্রয়োজন হয়। কিন্তু এই গুণগুলো সকলের মধ্যে থাকে না। সাইকেল চালানো শেখার মতো, অনেকেই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় প্রচেষ্টাতেই হাল ছেড়ে দেয়। কিন্তু যিনি একাগ্র মনে লেগে থাকেন, তিনিই সফল হন। এই ধৈর্য এবং একাগ্রতা বজায় রাখা সকলের পক্ষে সহজসাধ্য নয়। অ্যাপেল কোম্পানির সহ-প্রতিষ্ঠাপক স্টিভ জোবসের মতে, একজন সফল ও একজন বিফল উদ্যোক্তার মধ্যেকার ব্যবধান কেবল ধৈর্য।

গ। একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতোই একক প্রচেষ্টার ফল। মাস্টার মশাই কেন এ কথা বলেছিলেন?
Ans.মাস্টার মশাই এই তুলনাটি করেছিলেন কারণ সফল উদ্যোক্তা হয়ে ওঠা এবং সাইকেল চালানো শেখা— উভয় ক্ষেত্রেই বার বার চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা ও একক প্রচেষ্টা প্রয়োজন। সাইকেল চালানো শেখার সময় যেমন হাত-পা ছড়ে যায় বা ভেঙে যায়, কিন্তু যারা আবার শেখার চেষ্টা করে, তারাই সফল হয়। তেমনি প্রাথমিক অবস্থায় ব্যর্থ হলেও উদ্যোক্তাকে পড়ে গিয়েও উঠে দাঁড়াবার দৃঢ় মানসিক বল রাখতে হয়। সাইকেল চালানো শেখার মতো, উদ্যোক্তা হওয়ার পথেও অনেকেই প্রথম প্রচেষ্টাতেই ছেড়ে চলে যায়। কিন্তু যে ব্যক্তি ছেড়ে না-দিয়ে একাগ্র মনে লেগে থাকে, সে-ই সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করে।

ঘ। উদ্যোক্তা কাদের বলা হয় বুঝিয়ে বলো।
Ans.উদ্যোক্তা বা ‘আন্ট্রেপিনিওর’ হলেন সেই ব্যক্তি যিনি নিজের উদ্ভাবন শক্তি ও কর্মশক্তি দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং নিজে ব্যবসায় আরম্ভ করেন। তিনি পরিষেবা বিক্রি করে নিজে জীবিকা নির্বাহ করেন, এবং অন্যদেরও কর্মসংস্থান দিতে সক্ষম হন। উদাহরণস্বরূপ— জুবিন বা পাপনের মতো শিল্পী, রেস্তোরাঁ বা ধাবার মালিক, মুদিখানার মালিক, কিংবা বিউটি পার্লারের মালিক— এঁরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি নিজের ইচ্ছেমতো সময়সূচি ঠিক করে কাজ করেন এবং প্রতিটি পদক্ষেপে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে অগ্রসর হন।

ঙ। ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা কে? তাঁর ভারত তথা বিশ্বখ্যাত উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনি বর্ণনা করো।
Ans.ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন নারায়ণ মূর্তি। তিনি কর্নাটকের এক নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তাঁর উদ্যোক্তা হবার প্রবল উৎসাহ ও আকাঙ্ক্ষা ছিল। কারিগরি শিক্ষা শেষ করে এবং কিছুদিন চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দিয়ে সফটোনিকস নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই ঋণগ্রস্ত হয়ে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি পুনরায় চাকরিতে যোগ দেন, কিন্তু কিছুদিন পর সেই চাকরিও ছেড়ে দিয়ে জনা-কয়েক বন্ধু মিলে ইনফোসিস কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোম্পানি খোলার জন্য তাঁর স্ত্রী নিজের সঞ্চিত অর্থ থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন। প্রথম অবস্থায় বহু বাধা-বিপত্তির সম্মুখীন হলেও নয়ের দশকে ভারতীয় অর্থনীতি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইনফোসিসের সামনে নতুন সুযোগ তৈরি হয়। সময় ও সুযোগের সদ্ব্যবহার, ধৈর্য এবং একাগ্রতা বজায় রাখার ফলে নারায়ণ মূর্তি আজ বিশ্বের একজন স্বনামধন্য সফল উদ্যোক্তা।

চ। ‘স্যার, একজন উদ্যোক্তা হবার পক্ষে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন?’— এই প্রশ্ন কে করেছিল? তার উত্তরে মাস্টার মশাই কী উত্তর দিয়েছিলেন?
Ans.এই প্রশ্নটি করেছিল ছাত্র প্রীতম। মাস্টার মশাই উত্তর দিয়েছিলেন যে, শিক্ষাগত যোগ্যতা নির্ভর করবে তুমি কোন বিষয়ে উদ্যোক্তা হবার বাসনা করো তার ওপর। একটি ধাবা, মুদিখানা বা শাকসবজির দোকান খুলে স্বাবলম্বী হওয়ার জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তবে বুদ্ধি ও সাধারণ জ্ঞানের প্রয়োজন হয়। বিউটি পার্লার, মোটর সারাইয়ের গ্যারেজ বা মোবাইল-টিভি সারাইয়ের দোকান খুলতে গেলে সেই কাজের কৌশল ও দক্ষতা অর্জন করতে হয়। প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উদ্যোক্তা হতে গেলে উচ্চশিক্ষা আবশ্যক। যেমন কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা MBA ডিগ্রি। এমনকি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে নিজেকে একজন ডাক্তার হতে হয়।

ছ। ‘একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া কিন্তু তত সহজ নয়।’— কথাটি বুঝিয়ে বলো।
Ans.উদ্যোক্তা হওয়া সহজ, কারণ এর জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন হয় না। কিন্তু সফল হতে হলে কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস, এবং অপরাজেয় মনোভাব দরকার। সাইকেল চালানোর উপমা দিয়ে স্যার বুঝিয়েছিলেন যে, অনেকেই প্রথম কয়েকবার ব্যর্থ হয়েই হাল ছেড়ে দেয়, কিন্তু যে একাগ্র মনে লেগে থাকে, সে-ই সফল হয়। প্রাথমিক অবস্থায় উদ্যোক্তাকে সব রকম কাজ করতে হয়। বিল গেটসের মতে, উদ্যোক্তাদের সবচেয়ে কঠিন কাজ হলো বিক্রি করা। তাই উদ্যোগ শুরু করা সহজ হলেও সাফল্যের চূড়ায় পৌঁছানো কঠিন।

জ। ধিরুভাই আম্বানি কীভাবে মূলধন ও শিক্ষার অভাব সত্ত্বেও সফল উদ্যোক্তা হয়ে উঠেছিলেন?
Ans.ধিরুভাই আম্বানির হাতে মূলধন ও উচ্চশিক্ষা কিছুই ছিল না। মেট্রিক পাশ করে তিনি প্রথমে পেট্রোল ডিপোতে কাজ শুরু করেন এবং দক্ষতার বলে ম্যানেজার পদে উন্নীত হন। পরবর্তীকালে তিনি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি লোকের কাছ থেকে টাকা নিয়ে কাপড় তৈরি করে তাদের কাছেই বিক্রি করে লাভ অর্জন করতেন। এরপর অর্জিত লাভের অংশীদারদের মধ্যে ভাগ করে তাদের আস্থা অর্জন করেন। তিনি বলেছিলেন, “নতুন ধারণা বা চিন্তার ওপর কারও একাধিপত্য নেই। বৃহৎ ভাবো, দ্রুত ভাবো, অন্যের চেয়ে আগে ভাবো।” তাঁর উদ্ভাবনী চিন্তা, সাহস ও অধ্যবসায়ই তাঁকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা দেয়।

ঝ। ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে মানসিকভাবে প্রস্তুত করে তোলার জন্যে কী কী করা যায়?
Ans.ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উপযুক্ত প্রশিক্ষণ ও মোটিভেশন প্রয়োজন। ভারত সরকারের Indian Institute of Entrepreneurship (IIE) নামক সংস্থা রাজ্যভিত্তিক প্রশিক্ষণ দেয়। Startup India প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন, কারিগরি সাহায্য ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া মুদ্রা ঋণ প্রকল্পের মাধ্যমে অল্প সুদে ঋণ পাওয়া যায়। আজকাল প্রায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা কোষ (Entrepreneurship Cell) গঠিত হয়েছে, যেখানে নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্রজীবন থেকেই এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেই মানসিক প্রস্তুতি তৈরি করা সম্ভব।

৮। টীকা লেখো।

জুবিন গাৰ্গ — জুবিন গার্গ (Zubeen Garg) ছিলেন উত্তর-পূর্ব ভারতের এক কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। তিনি আসামের একজন সাংস্কৃতিক প্রতীক, যিনি অসমীয়া, বাংলা এবং হিন্দি-সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরাতে তাঁর জন্ম। ১৯৯২ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘অনামীকা’ অসমীয়া সঙ্গীতে নতুন ধারার সৃষ্টি করে। বহুমুখী প্রতিভার অধিকারী জুবিন একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন এবং লোকসংগীত, পপ, রক, সব ধরনের সঙ্গীতেই তাঁর সাবলীল বিচরণ ছিল।
২০০৬ সালে হিন্দি ছবি ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলী’ গানটি গেয়ে তিনি দেশব্যাপী খ্যাতি অর্জন করেন। এর ফলে তিনি বলিউড এবং বাংলা সঙ্গীতেও জনপ্রিয়তা পান, বিশেষ করে ‘ফাটাকেষ্ট কালী’ সিনেমার গানগুলিতে। তাঁর কাজের মাধ্যমে তিনি আসামের সঙ্গীতকে বিশ্ব মঞ্চে তুলে ধরেন। তিনি প্রায় ৪০ হাজার গান রেকর্ড করেছেন বলে জানা যায়। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর সিঙ্গাপুরে তাঁর অকাল মৃত্যু হয়, যা তাঁর অসংখ্য অনুরাগীকে শোকস্তব্ধ করে দেয়।


টমাস আলভা অ্যাডিসন — তিনি ইলেক্ট্রিক বাল্বের আবিষ্কারক। বহুবার ব্যর্থ হয়েও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেন।

রাদারফোর্ড — তিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। আলেকজান্ডার গ্রাহাম বেলের আবিষ্কার দেখে মন্তব্য করেছিলেন, “এ এক আশ্চর্য আবিষ্কার, কিন্তু এটি কে ব্যবহার করবে?”

আলেকজান্ডার গ্রাহাম বেল — তিনি ১৮৭৬ খ্রিস্টাব্দে টেলিফোন আবিষ্কার করেন। শুরুতে অনেকেই তাঁর আবিষ্কারকে গুরুত্ব দেননি।

চেস্টার কার্লসন — ১৯৪০ সালে তাঁর আবিষ্কার কেউ গ্রহণ না করলেও পরে ‘জেরক্স’ নামে বিশ্বখ্যাত কোম্পানি তাঁর আবিষ্কারের স্বত্ব নেয়।

বিল গেটস — মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তাঁর মতে, উদ্যোক্তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হলো বিক্রি করা।

উইলিয়াম শেক্সপিয়ের — তিনি বলেছেন, “আমাদের ভাগ্য গ্রহ-নক্ষত্র দ্বারা নির্ধারিত হয় না, তা আমাদের নিজেদের মধ্যেই অবস্থান করে।”

ভাষাগত প্রশ্ন (Linguistic Questions)

৯। সমার্থক শব্দ লেখো।
প্রভাত — সুপ্রভাত, সকাল, ঊষা
কঠিন — দুষ্কর, শক্ত, কঠোর
অলস — আলস্য, কুঁড়ে, শ্রমবিমুখ
বৃহৎ — বিশাল, বড়, প্রকাণ্ড
বন্ধু — সখা, দোস্ত, মিত্র
নিরবচ্ছিন্ন — অবিরাম, অবিরত, অনবরত
আকাঙ্ক্ষা — বাসনা, ইচ্ছা, স্পৃহা
স্বপ্ন — খোয়াব, মনোরথ, অভীষ্ট

১০। বিপরীতার্থক শব্দ লেখো।
নতুন — পুরানো, প্রাচীন
ক্ষুদ্র — বৃহৎ, বিশাল
সফল — বিফল, ব্যর্থ
কর্মহীন — কর্মী, উদ্যোগী
অলস — উদ্যোগী, পরিশ্রমী
সহজ — কঠিন, দুরূহ
স্বপ্ন — জাগরণ
সুবিধা — অসুবিধা
আরম্ভ — সমাপ্ত, শেষ
জন্ম — মৃত্যু
সমান — অসমান, ভিন্ন

১১। শব্দদ্বৈত সহযোগে বাক্য রচনা করো।
গল্পগুজব — অবসর সময়ে তারা গল্পগুজব করে সময় কাটায়।
ছেলেপিলে — গরিব মানুষটি তার ছেলেপিলেদের ঠিকমতো দু-বেলা খেতে দিতে পারে না।
তল্পিতল্পা — চাকরি ছেড়ে সে দ্রুত তল্পিতল্পা গুছিয়ে শহর ছাড়ল।
বকাঝকা — শিক্ষক মশাই দুষ্টু ছাত্রদের একটু বকাঝকা করলেন।
ঘরে-ঘরে — বর্তমানে এই রোগটি ঘরে-ঘরে ছড়িয়ে পড়েছে।
জামাকাপড় — বৃষ্টির জন্য উঠোনের সব জামাকাপড় ভিজে গেল।

১৩। লিঙ্গ পরিবর্তন করো।
শিক্ষক — শিক্ষিকা
মাস্টার — মাস্টারনী
ছাত্র — ছাত্রী
পুরুষ — নারী
বন্ধু — বান্ধবী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *