আমাদের চারপাশের বায়ু, Chapter -8, Class -3, SEBA, EVS New Book
আমাদের চারপাশের বায়ু, Chapter -8, Class -3, SEBA, EVS New Book
পৃষ্ঠা ৫৩ (এসো বলি)
* প্রশ্ন: কী কী কাজে আমরা চারপাশের বায়ু অনুভব করতে পারি?
* উত্তর: আমরা বেলুন ফোলালে, ঘুড়ি ওড়ালে, বাতাস বয়ে গেলে, ধুলো-বালি বা কাপড় উড়লে, গাছ-পাতা নড়লে এবং কাগজের চড়কি ঘোরালে চারপাশের বায়ু অনুভব করতে পারি।
পৃষ্ঠা ৫৪ (এসো করে দেখি)
* প্রশ্ন: (পলিথিন ব্যাগ) কেন ফুলে উঠেছে?
* উত্তর: ব্যগটির ভেতরে আমাদের চারদিকে থাকা বায়ু ঢোকার জন্য ফুলে উঠেছে।
* প্রশ্ন: (খালি বোতল জলে ডোবানো) জল থেকে বুদবুদ বেরোচ্ছে কি? যদি বেরোয়, কেনো?
* উত্তর: হ্যাঁ, বুদবুদ বেরোচ্ছে। কারণ বোতলের ভেতরের বায়ু বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে।
* প্রশ্ন: (মাটির ঢেলা জলে ফেলা) জল থেকে বুদবুদ বেরোচ্ছে কি? যদি বেরোয় কেনো?
* উত্তর: হ্যাঁ, বুদবুদ বেরোচ্ছে। কারণ মাটির ঢেলার ভেতরের বায়ু বেরিয়ে আসছে ও সেই শূন্য জায়গায় জল দিয়ে পূর্ণ হচ্ছে।
* প্রশ্ন: এই কার্যগুলোর থেকে আমরা কী বুঝতে পারি?
* উত্তর: এই কার্যগুলোর থেকে আমরা বুঝতে পারি যে শূন্য বোতল, কৌটা, বা মাটির টুকরোর ভেতরেও বায়ু থাকে। অন্যান্য সামগ্রীর মতোই বায়ুও জায়গা দখল করে থাকে।
পৃষ্ঠা ৫৫ (চিন্তা করে বলি এসো)
* প্রশ্ন: রান্নাঘরে মাংস রান্না করলে আমরা দূর থেকে গন্ধ পাই কেন?
* উত্তর: বায়ু যেকোনা জিনিসের গন্ধ ছড়ায়, তাই রান্নাঘরের গন্ধ বায়ুর মাধ্যমে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
পৃষ্ঠা ৫৬ (ক্রিয়াকলাপ ১)
* প্রশ্ন: বায়ু কিভাবে দূষিত হয় ছবি দেখে শূন্যস্থানে লেখো।
* উত্তর:
* ১. কারখানা থেকে নির্গত ধোঁয়ার ফলে বায়ু দূষিত হয়।
* ২. যানবাহন (বাস, ট্রাক) থেকে নির্গত ধোঁয়ার ফলে বায়ু দূষিত হয়।
* প্রশ্ন: দূষিত বায়ুতে শ্বাস নিলে কী হয়?
* উত্তর: দূষিত বায়ুতে শ্বাস নিলে আমাদের অসুখ-বিসুখ হতে পারে, যেমন – মাথা ব্যাথা, চর্মরোগ, চোখের অসুখ, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি।
পৃষ্ঠা ৫৭
* প্রশ্ন: (এসো লিখি) বায়ু কিভাবে নির্মল করে রাখতে পারি?
* উত্তর: অধিক পরিমাণ গাছপালা রোপণ করে বায়ু নির্মল করে রাখা যায়। এছাড়াও কল-কারখানার ধোঁয়া লম্বা চিমনির মাধ্যমে উপরে ছেড়ে দিয়ে, আবর্জনা নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলে এবং প্লাষ্টিক ও রাবার না জ্বালিয়ে আমরা বায়ু নির্মল রাখতে পারি।
পৃষ্ঠা ৫৭ (অনুশীলনী)
১। উত্তর লেখো-
* প্রশ্ন: (ক) দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন তিনটি অসুখের নাম লেখো।
* উত্তর: দূষিত বায়ু থেকে সৃষ্টি হয় এমন তিনটি অসুখ হলো মাথা ব্যাথা, চর্মরোগ ও সর্দি-কাশি।
* প্রশ্ন: (খ) জলজ প্রাণীরা কোথা থেকে শ্বাস নেয়?
* উত্তর: মাছ, কচ্ছপ প্রভৃতি জলজ প্রাণীরা জলে দ্রবীভূত হয়ে থাকা বায়ু থেকে শ্বাস নেয়।
* প্রশ্ন: (গ) বায়ুর উপস্থিতি অনুভব করতে পারা দুইটি কার্য লেখো।
* উত্তর: বেলুন ফোলালে এবং ঘুড়ি ওড়ালে বায়ুর উপস্থিতি অনুভব করা যায়।
২। শুদ্ধ উত্তর বের করে ‘✓’ চিহ্ন দাও-
* (ক) আতশবাজী পোড়লে বায়ু দূষিত হয় / হয় না।
* (খ) মাটির ভিতরে বায়ু থাকে / থাকে না।
* (গ) বায়ু আমরা দেখতে পাই / অনুভব করি।
* (ঘ) বেঁচে থাকার জন্য গাছপালার বায়ুর প্রয়োজন আছে / নেই।
৩। প্রশ্ন: একটি ইটের টুকরো জলে ফেলে দিলে কেন বুদবুদ ওঠে?
* উত্তর: ইটের টুকরোর ভেতরেও বায়ু থাকে। তাই জলে ফেলে দিলে সেই বায়ু বুদবুদ আকারে বেরিয়ে আসে এবং সেই শূন্য জায়গায় জল পূর্ণ হয়।
(৪ নং প্রশ্নটি আঁকার কাজ।)
৫। প্রশ্ন: বায়ু দূষিত না হওয়ার জন্যে কি কি ব্যবস্থা হাতে নেবে লেখো।
* উত্তর: বায়ু দূষিত না হওয়ার জন্য এই ব্যবস্থাগুলি নেওয়া উচিত:
* কল-কারখানা থেকে নির্গত ধোঁয়া ফিল্টারযুক্ত লম্বা চিমনি দিয়ে উপরে ছাড়া উচিত।
* পচা জিনিস বা আবর্জনা ডাষ্টবিনে ফেলা উচিত।
* প্লাষ্টিক ও রাবার জাতীয় সামগ্রী জ্বালানো উচিত নয়।
* অধিক পরিমাণে গাছপালা রোপণ করা উচিত।
