অশুদ্ধ সংশোধন
অশুদ্ধ সংশোধন
সব ক্লাসের জন্য উপযোগী SEBA & CBSE
1. নিরব – নীরব (দীর্ঘ ঈ-কার)
2. দূরবস্থা – দুরবস্থা (হ্রস্ব উ-কার)
3. মন্ত্রীত্ব – মন্ত্রিত্ব (ই-কার, “ত্ব” প্রত্যয়ে হ্রস্ব)
4. প্রতিযোগীতা – প্রতিযোগিতা
5. লক্ষন – লক্ষ্যণ (ক্ষ = ক+ষ+ণ)
6. প্রণালী – প্রণালি (হ্রস্ব ই-কার)
7. ঐক্যতা – ঐক্য (ভাববাচক শব্দ)
8. নিরোগ – নীরোগ (দীর্ঘ ঈ-কার)
9. শ্বাশুড়ী – শাশুড়ি
10. সরণ – স্মরণ (স্ম-ফলা)
11. পূণ্য – পুণ্য (হ্রস্ব উ-কার, ণ-ত্ব বিধান)
12. উচ্ছাস – উচ্ছ্বাস (যুক্তাক্ষর “চ্ছ্ব”)
13. সত্বেও – সত্ত্বেও (যুক্ত ত্ত)
14. স্বাস্হ্য – স্বাস্থ্য (য-ফলা)
15. প্রাণিবিদ্যা – প্রাণিবিদ্যা (সমাসে ‘প্রাণী’ হ্রস্ব)
16. পুরস্কার – পুরস্কার (স-কার)
17. শুশ্রুষা – শুশ্রূষা (দীর্ঘ ঊ-কার)
18. পরিস্কার – পরিষ্কার (ষ-ত্ব বিধান)
19. স্বরস্বতী – সরস্বতী (দন্ত্য স-কার)
20. আশির্বাদ – আশীর্বাদ (দীর্ঘ ঈ-কার)
21. মুমূর্ষু – মুমূর্ষু (হ্রস্ব, দীর্ঘ, দীর্ঘ)
22. গন্যমান্য – গণ্যমান্য (ণ-ত্ব বিধান)
23. শিতল – শীতল (দীর্ঘ ঈ-কার)
24. প্রাণি – প্রাণী (দীর্ঘ ঈ-কার)
25. মন্ত্রী – মন্ত্রী (দীর্ঘ ঈ-কার)
26. দরিদ্রতা – দারিদ্র্য (য-ফলা) বা দরিদ্রতা
27. ভূল – ভুল (হ্রস্ব উ-কার)
28. অধিন – অধীন (দীর্ঘ ঈ-কার)
29. ব্যাথা – ব্যথা (য-ফলা)
30. সান্তনা – সান্ত্বনা (ব-ফলা)
31. বাল্মীকি – বাল্মীকি (হ্রস্ব ই-কার)
32. জ্যৈষ্ঠ – জ্যৈষ্ঠ (ষ-ত্ব বিধান)
33. নিরপরাধী – নিরপরাধ (ঈ-কার হবে না)
34. দুর্ণাম – দুর্নাম (ণ-ত্ব বিধান)
35. সৌজন্যতা – সৌজন্য (তা প্রত্যয় হবে না)
36. গৃহিনি – গৃহিণী (দীর্ঘ ঈ-কার)
37. সন্মান – সম্মান (যুক্ত ম্ম)
38. সাক্ষরতা – স্বাক্ষরতা (স্ব-ফলা)
39. নিস্পাপ – নিষ্ পাপ (ষ-ত্ব বিধান)
40. আবিস্কার – আবিষ্কার (ষ-ত্ব বিধান)
41. সমিপ – সমীপ (দীর্ঘ ঈ-কার)
42. জ্যামিতি – জ্যামিতি (হ্রস্ব ই-কার)
43. সুধীজন – সুধীজন (দীর্ঘ ঈ-কার)
44. মহত্ব – মহত্ত্ব (যুক্ত ত্ত)
45. আশিষ – আশিস (স-কার)
46. শ্রাবন – শ্রাবণ (ণ-ত্ব বিধান)
47. দুষমন – দুশমন (স-কার)
48. অদ্ভূত – অদ্ভুত (হ্রস্ব উ-কার)
49. একতা – ঐক্য বা একতা
50. আকাঙ্খা – আকাঙ্ক্ষা (যুক্ত ক্ষ)
51. আবশ্যকীয় – আবশ্যক
52. ইতস্ততঃ – ইতস্তত (বিসর্গ লোপ)
53. ইদানিং – ইদানীং (ণ-ত্ব বিধান)
54. উর্দ্ধ – ঊর্ধ্ব (দীর্ঘ ঊ-কার)
55. ঔজ্জ্বল্য – উজ্জ্বল বা ঔজ্জ্বল্য
56. কুড়িতে – কুড়িতে (ড-এর নিচে ফোঁটা)
57. কীর্ত্তণ – কীর্তন (যুক্তাক্ষর নয়)
58. কৃষাণ – কৃষক বা কৃষা ণু
59. গোস্পদ – গোষ্পদ (ষ-ত্ব বিধান)
60. চাড়াল – চণ্ডাল (ণ-ত্ব বিধান)
61. চিড়িয়াখানা – চিড়িয়াখানা (ড় হবে)
62. চল্লিষ – চল্লিশ (ষ-ত্ব বিধান)
63. জনাকির্ণ – জনাকীর্ণ (দীর্ঘ ঈ-কার)
64. জ্যান্ত – জ্যান্ত (য-ফলা)
65. তত্তাবধায়ক – তত্ত্বাবধায়ক (যুক্ত ত্ত্ব)
66. ত্রিনয়ন – ত্রিনয়ন (ণ-ত্ব বিধান)
67. দূষণ – দূষণ (ষ-ত্ব বিধান)
68. দিবানিশি – দিবানিশি (হ্রস্ব ই-কার)
69. নিরিহ – নিরীহ (দীর্ঘ ঈ-কার)
70. নিরিশ্ব – নিরীশ্বর
71. নিরাশা – নৈরাশ্য
72. নিরিবিলি – নিরিবিলি (সব হ্রস্ব ই-কার)
73. পচিশ – পঁচিশ (চন্দ্রবিন্দু)
74. প্রতিশ্রিুতি – প্রতিশ্রুতি
75. কৈশাচিক – পিশাচের
76. পুস্করিনী – পুষ্করিণী (ষ-ত্ব ও ণ-ত্ব)
77. পুরষ্কার – পুরস্কার (স-কার)
78. বৈয়াকরণ – বৈয়াকরণ (য-ফলা)
79. ভাষ্যকর – ভাষ্যকার
80. ভুবন – ভুবন (হ্রস্ব উ-কার)
81. ভ্রমর – ভ্রমর
82. মনুত্ব – মনুষ্যত্ব
83. মূমুক্ষু – মুমুক্ষু (হ্রস্ব, দীর্ঘ, হ্রস্ব)
84. যাতায়ত – যাতায়াত (দীর্ঘ আ-কার)
85. রচয়িতা – রচয়িতা
86. রুগ্ন – রোগী
87. সন্মিলনী – সম্মিলনী (দীর্ঘ ঈ-কার)
88. শান্তনা – সান্ত্বনা (ব-ফলা)
89. শুণ্য – শূন্য (দীর্ঘ ঊ-কার, ণ-ত্ব)
90. সম্বলিত – সম্বন্ধিত বা সমন্বিত
91. স্বত্ব – সত্ত্ব (যুক্ত ত্ত)
92. সুজ্জ্য – সূর্য (দীর্ঘ ঊ-কার)
93. সৃত – স্মৃতি
94. সৃতি – স্মৃতি
95. সৃতিশালা – স্মৃতিশালা
96. সুনি – সুনী
97. সুনি – সুনি
98. হীন – হীন (দীর্ঘ ঈ-কার)
99. হস্তিগন – হস্তিগণ (ণ-ত্ব বিধান)
100. হস্তিদন্ত – হস্তিদন্ত
101. গদ্যংশ – গদ্যাংশ
102. বানী – বাণী (দীর্ঘ ঈ-কার)
103. উচিৎ – উচিৎ
104. রুগী – রোগী (দীর্ঘ ঈ-কার)
105. প্রতিদ্বন্দিতা – প্রতিদ্বন্দ্বিতা
106. সচ্ছল – স্বচ্ছল (স্ব-ফলা)
107. মুহুর্ত্ত – মুহূর্ত (দীর্ঘ ঊ-কার, যুক্তাক্ষর নয়)
108. অপরাহ্ণ – অপরাহ্ণ (ণ-ত্ব বিধান)
109. আহ্নিক – আহ্নিক
110. নিশিথিনি – নিশীথিনী (দীর্ঘ, দীর্ঘ, হ্রস্ব)
111. স্বরুপ – স্বরূপ (দীর্ঘ ঊ-কার)
112. ভীরুতা – ভীরুত্ব বা ভীরুতা
113. সত্বর – সত্তর (যুক্ত ত্ত নয়)
114. শাষন – শাসন (স-কার)
115. মনষী – মনীষী (দীর্ঘ ঈ-কার)
116. আবির্ভূত – আবির্ভূত (দীর্ঘ ঊ-কার)
117. দূর্গ – দুর্গ (হ্রস্ব উ-কার)
118. মুহুরমুহু – মুহূর্তে
119. বৈশাখী – বৈশাখী (দীর্ঘ ঈ-কার)
120. বিদূষী – বিদুযী (দীর্ঘ ঊ-কার)
121. শুচি – শুচি (হ্রস্ব উ-কার)
122. দুষ্প্রাপ্য – দুষ্ প্রাপ্য (ষ-ত্ব বিধান)
123. রেশ্বম – রেশম (ব-ফলা নয়)
124. জ়িজ্ঞাসা – জিজ্ঞাসা (হ্রস্ব ই-কার)
125. বিভীষিকা – বিভীষিকা (দীর্ঘ, দীর্ঘ, হ্রস্ব)
126. কৃতি – কীর্তি (দীর্ঘ ঈ-কার)
127. সুনিপুন – সুনৈপুণ্য
128. আষাড় – আষাঢ় (ঢ-এর নিচে ফোঁটা)
129. করনীয় – করণীয় (ণ-ত্ব বিধান)
130. অনুকরন – অনুকরণ (ণ-ত্ব বিধান)
131. সহযোগীনি – সহযোগিনী (দীর্ঘ ঈ-কার)
132. শালীণতা – শালীনতা (দীর্ঘ ঈ-কার)
133. গুরুর – গুরু
134. দূঃখ – দুঃখ (বিসর্গ)
135. সন্মুখে – সম্মুখে (যুক্ত ম্ম)
136. উদিয়মান – উদ্যমান
137. অপরাহ্ণ – অপরাহ্ণ (ণ-ত্ব বিধান)
138. কনো – কোনো (ও-কার)
139. অণাবশ্যক – অনাবশ্যক (ণ-ত্ব নয়)
140. অনাথা – অনাথ
141. পন্য – পণ্য (ণ-ত্ব বিধান)
142. যথেষ্ঠ – যথেষ্ট (ষ-ত্ব নয়, শ-কার)
143. সন্মতি – সম্মতি (যুক্ত ম্ম)
144. সৃতি – স্মৃতি (স্ম-ফলা)
145. ভূবন – ভুবন (হ্রস্ব উ-কার)
146. ভবিষৎ – ভবিষ্যৎ (ষ-ত্ব বিধান)
147. বিদুষী – বিদু ষী (দীর্ঘ ঊ-কার)
148. শশ্মান – শ্মশান (প্রথমটিতে শ্ম-ফলা)
149. সত্বর – সত্বর
150. নিসর্গ – নিসর্গ (স-কার)
151. চতুরতা – চাতুর্য
152. জঞ্জাল – জঞ্জাল (যুক্তাক্ষর)
153. পঙ্কিল – পঙ্ ক িল (ক-এ চন্দ্রবিন্দু হবে না)
154. পঙক্তি – পঙ্ ক ্তি (যুক্তাক্ষর)
155. প্রতিধ্বনিত – প্রতিধ্বনিত (হ্রস্ব ই-কার)
